রাশিয়া বিশ্বকাপ ২০১৮

প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ক্রোয়েশিয়া কোচ

ক্রীড়া ডেস্ক : ১৯৯৮ সালে স্বাধীন দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। শেষ চারে ফ্রান্সের কাছে হেরে থেমে গিয়েছিল তাদের স্বপ্নযাত্রা। ২০ বছর পর এবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি দুই দল। ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না। ইতিহাস বলছে, ফ্রান্সকে কখনোই হারাতে পারেনি ক্রোয়েশিয়া। পাঁচবারের দেখায় তিনবার জিতেছে ফ্রান্স, দুটি ম্যাচ হয়েছে ড্র। ফ্রান্সের তিন জয়ের একটি ১৯৯৮ সালের সেমিফাইনালে। সেবারই প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ক্রোয়েশিয়া হয়েছিল তৃতীয়। এবার যখন আরেকটি প্রথমের সামনে দাঁড়িয়ে ক্রোয়েশিয়া, তখনো তাদের সামনে সেই ফ্রান্স। তবে ক্রোয়েশিয়া কোচ দালিচ অতীতকে একদমই পাত্তা দিতে চাচ্ছেন না, ‘পরিসংখ্যান কিংবা অতীত ইতিহাস নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাই না। ইতিহাস আছেই তো নতুন করে লেখার জন্য। ফাইনালে আমাদের প্রতিপক্ষ কে, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা মাঠে যাব, উপভোগ করব এবং নিজেদের সেরাটা উজার করে দেব।’ মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ৯টায় শুরু হবে ফাইনাল। রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৮/পরাগ