সালতামামি ২০১৬

মানিকগঞ্জে নকশীর কাজে নীরব বিপ্লব

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের বিভিন্ন গ্রামের নারীদের হাতে তৈরি নকশী পাঞ্জাবী এখন শোভা পাচ্ছে ঢাকার বিভিন্ন শপিংমলে। এসব নারীদের হাতের স্পর্শ আর ভালবাসায় তৈরি পাঞ্জাবীতে অনেকের ঈদ হয়ে উঠবে প্রাণবন্তময়। এবারের ঈদে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই লাখ কারুকার্য খচিত নকশী পাঞ্জাবী ঢাকায় পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুরুটা হয়েছিল দুই যুগেরও বেশি সময় আগে ব্র্যাকের মাধ্যমে। সহযোগী প্রতিষ্ঠান আয়েশা আবেদ ফাউন্ডেশনের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে পাঞ্জাবির গায়ে সুই-সুতা দিয়ে নকশা তোলার কাজের প্রশিক্ষণ দেয় ব্র্যাক। ব্র্যাকের নিজস্ব বিক্রয় কেন্দ্র আড়ং এর মাধ্যমে হাতে কাজ করা ওই পাঞ্জাবীর ব্যাপক চাহিদার সৃষ্টি হয়। ধীরে ধীরে বাড়তে থাকে এর জনপ্রিয়তা ও ব্যাপকতা। সারাদিনের ঘরের কাজ শেষে অবসর সময়ে বাড়তি আয়ের আশায় এখানের নারীরা হাতে তুলে নিয়েছিল সুই-সুতা। ব্যক্তিগত, সম্মিলিতভাবে আবার কোথাও কোথাও বিভিন্ন হ্যান্ডিক্রাফটসের মাধ্যমে শুরু করে পাঞ্জাবির ভরাট কাজসহ ব্লক, বাটিক ও অন্যান্য কাপড়ের কাজ। এভাবেই গত দুই দশকে নকশীর কাজে নীরব বিপ্লব ঘটে গেছে পুরো জেলায়। মানিকগঞ্জের নকশী, জননী ক্রাফটস এ্যান্ড ফ্যাশন হাউজ, ইউসুফ ইব্রাহীম হ্যান্ডিক্রাফসসহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। এদের মাধ্যমেই জেলার প্রায় ৩০ হাজার নারী সারাবছরই সুই সুতার কাজে ব্যস্ত থাকে।      

রাইজিংবিডি/মানিকগঞ্জ/৯ জুলাই ২০১৫/আশরাফুল আলম লিটন/টিপু