সালতামামি ২০১৬

কাজলের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব

মাগুরা প্রতিনিধি : শারীরিক প্রতিবন্ধী মেধাবী কাজলের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

 

গতকাল বৃহস্পতিবার অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে কাজলকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর তা সাইফুজ্জামান শিখরের দৃষ্টিগোচর হয়।  শিরোনামে কাজল ভৌমিককে নিয়ে প্রতিবেদনটি করা হয়েছিল।

 

শুক্রবার দুপুরে শিখর কাজল ভৌমিককে গণভবনে ডেকে পাঠান। তিনি কাজল ভৌমিককে তাৎক্ষণিক নগদ অর্থ প্রদান করেন। এ ছাড়া তিনি কাজলের ভবিষ্যৎ উচ্চশিক্ষার যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি দেন। এ প্রতিবেদককে মোবাইল ফোনে কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

উল্লেখ্য, মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের শড়াবাড়ীয়া গ্রামের কার্তিক ভৌমিকের ছেলে কাজল ভৌমিকের জন্ম থেকেই একটি পা নেই। দরিদ্র কৃষক পরিবারের ছেলে মেধাবী কাজল প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং এসএসসি ও সর্বশেষ এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

       

রাইজিংবিডি/মাগুরা/২৬ আগস্ট ২০১৬/শাহীন/রুহুল/তারা