বিজ্ঞান-প্রযুক্তি

স্টিভ জবসের এক ঝলক (ভিডিও)

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তিপ্রেমীদের কাছে খুবই পরিচিত নাম স্টিভ জবস। প্রযুক্তি বিশ্বে বর্তমানে শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ছিলেন তিনি। মারা যান ২০১১ সালের ৫ অক্টোবর।

 

প্রযুক্তি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী, প্রতিভাবান ও সফল প্রযুক্তি ভাবনার অধিকারী স্টিভ জবসের জীবনী নিয়ে ডকুমেন্টারি তৈরি করছেন অস্কার জয়ী ফিল্মমেকার অ্যালেক্স গিবনে। ‘স্টিভ জোবস: ম্যান ইন দ্য মেশিন’ নামক এই তথ্যচিত্রে দেখানো স্টিভ জবসের জীবনী।

 

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘স্টিভ জোবস: ম্যান ইন দ্য মেশিন’ ডকুমেন্টারির ট্রেইলার। ‘Thank you for coming. We’re gonna make some histories together today’- ট্রেইলারটি শুরু হয়েছে স্টিভ জোবসের এই উক্তি দিয়ে।

 

ট্রেইলারের একটা জায়গায় এক শিশু বলছে- আইম্যাক, আইপড, আইফোন, আইপ্যাড...সবই তৈরি করেছেন তিনি। সত্যিই তো তিনি ‘ম্যান ইন দ্য মেশিন’। স্টিভ জোবসের ছোটবেলা থেকে গ্রেট স্টিভ জোবস হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি। তারই এক ঝলক রয়েছে ট্রেইলারে।

 

৪ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘স্টিভ জোবস: ম্যান ইন দ্য মেশিন’ শীর্ষক পূর্ণাঙ্গ ডকুমেন্টারি।

 

দেখুন: ‘স্টিভ জোবস: ম্যান ইন দ্য মেশিন’ এর ট্রেইলারটি

     

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৫/ফিরোজ