বিজ্ঞান-প্রযুক্তি

‘অর্ধেকই ফেসবুক ব্যবহারকারী’

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক : বিশ্বে তুমুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তাদের জনপ্রিয়তা এতটাই বেশি যে ইন্টারনেট ব্যবহারকারীদের অর্ধেক জনগোষ্ঠিই এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেন। ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই দাবি করেছেন।

 

তাদের এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বলেছেন, বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীদের অর্ধেক মানুষই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জন্য ফেসবুক ব্যবহার করেন। সারা বিশ্বে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিনশো কোটি।

আরো বলা হয়েছে, তাদের অর্ধেক, দেড়শো কোটির বেশি মানুষ মাসে অন্তত একবার ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকের হিসাবে এদের ৬৫ শতাংশ দিনে অন্তত একবার ফেসবুকে লগ ইন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসবুক ব্যবহারকারীরা প্রতি পাঁচ মিনিটে একবার ফেসবুকে চোখ রাখেন।

এই হিসাবে অবশ্য আরও একটি তথ্য প্রকাশ্যে এল। বিশ্বে মোট দেড়শো কোটি মানুষ এখনো একেবারেই ফেসবুক ব্যবহার করেন না। যদিও ফেসবুকের দাবি, প্রতিদিন তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারী প্রতি পাঁচ মিনিটে অন্তত একবার তাদের স্মার্টফোনের স্ক্রিনে ফেসবুক আইকনের দিকে চোখ রাখেন। গত তিনমাসের তুলনায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অন্তত ১৩ শতাংশ বেড়েছে, ফলে সংস্থার আয়ও বেড়েছে ৩৯ শতাংশ, যার বাজার দর চারশো কোটি ডলারেরও বেশি।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৫/রাশেদ শাওন/মারুফ