বিজ্ঞান-প্রযুক্তি

তথ্যমন্ত্রীর ওয়েবসাইট হ্যাক

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ব্যক্তিগত ওয়েবসাইট (http://www.hasanulhaqinu.info) হ্যাক করেছে দেশীয় হ্যাকার সংগঠন বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। সাইটটিতে প্রবেশ করলে সেখানে বাংলাদেশ ব্ল্যাক হ্যাক হ্যাকার্সের লোগো দেখা যাচ্ছে।

 

বেসরকারি শিক্ষাখাতে ভ্যাট কমানোর দাবিতে মন্ত্রীর সাইটটি হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। এ ব্যাপারে মন্ত্রীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, গত বছরে চালু হওয়া তথ্যমন্ত্রীর নিজস্ব এই সাইটটি এই নিয়ে দুইবার হ্যাকিংয়ের শিকার হল। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ব্যক্তিগত এই সাইটটি (http://www.hasanulhaqinu.info) এর আগে হ্যাক করেছিল বাংলাদেশের আরেকটি হ্যাকার সংগঠন ‘সাইবার ৭১’। ২০১৪ সালের ২৪ নভেম্বর সাইটটি হ্যাক করে তারা। সে সময় সাইবার ৭১ জানিয়েছিল, হ্যাকারদের জন্য তথ্যপ্রযুক্তি আইন না করে যারা সাংবাদিকতার নামে অশ্লীল সংবাদ দিয়ে বিশ্বের গণমাধ্যমের বুকে বাংলাদেশের নাম খারাপ করে তাদের বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি জানিয়ে হ্যাক করেছে তারা।

     

রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৫/ফিরোজ/জিসান/কামরুজ্জামান