বিজ্ঞান-প্রযুক্তি

৮৫.১ শতাংশ বাংলাদেশির প্রিয় এসএনএস ফেসবুক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ইন্টারনেট ব্রাউজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাউজার হচ্ছে ইউসি(UC Browser)। এ ব্রাউজার ইতিমধ্যে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

 

সম্প্রতি ৭ হাজার ৩৯৫ জন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশির ওপর জরিপ চালিয়েছে বিশ্বের শীর্ষ থার্ড পার্টি-এ মোবাইল ব্রাউজার(ইউসি)। জরিপে অংশ নেয়া ৮৫ দশমিক ১ শতাংশ বাংলাদেশির মতে, দেশের সবচেয়ে জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্কিং সার্ভিস (এসএনএস) হচ্ছে ফেসবুক। ৭০ শতাংশের বেশি স্যোশাল নেটওয়ার্কিং ব্যবহারকারী প্রতিদিন ১ ঘণ্টার বেশি এসএনএস ব্যবহার করেন যারা হেভি ইউজারের অন্তর্ভুক্ত।

 

জরিপে বলা হয়েছে, স্যোশাল নেটওয়ার্কিং সার্ভিস (এসএনএস) প্রাত্যহিক জীবনে অনেক ইতিবাচক ভূমিকা পালন করে বলে মনে করেন ৭৫ দশমিক ৬ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। আর ৬ দশমিক ৮ শতাংশ ব্যবহারকারীর মতে, এসএনএস প্রাত্যহিক জীবনের জন্য নেতিবাচক।

 

ইউসি ওয়েব ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর কেনি ইয়ে বলেন, বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। তাই বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য শিগগিরই আসবে ইউসি ব্রাউজার বাংলা সংস্করণ। এছাড়া বিশ্বের প্রথম বাংলা ব্রাউজারও আসবে বলে জানান তিনি।

 

ইউসি ব্রাউজারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্যান্য অ্যাপস ও ব্রাউজারের তুলনায় বেশিরভাগ ব্যবহারকারী ইউসি ব্রাউজারে স্যোশাল নেটওয়ার্ক ব্যবহার করে। দ্রুততর ফেসবুক সার্ফিং, ফটো আপলোডিং, রিয়েলটাইম ফেসবুক নোটিফিকেশন ইত্যাদির মাধ্যমে আকর্ষণীয় স্যোশাল ফিচার প্রদান করায় ৮০ শতাংশ মানুষের পছন্দ ইউসি ব্রাউজার। ‘ব্যক্তিগত পরিচয়ের চেয়ে অনলাইন সম্পর্ক কম গুরুত্বপূর্ণ নয়। অর্ধেকের বেশি ফেসবুক ব্যবহারকারীর ৩০০ জনের বেশি বন্ধু রয়েছে। প্রতি ১০ জনে ৬ জন ব্যবহারকারী অনলাইন বন্ধুদের সাথে সরাসরি দেখা করেন।’

 

এতে আরো বলা হয়, ফেসবুকের ঘনিষ্ঠ বন্ধু বোঝাতে ইউসি ব্রাউজার প্রবর্তিত নতুন শব্দ ‘ফ্রেন্ড বেস্ট’  শব্দটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুধু ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে অনন্য প্রযুক্তি প্রদানই নয়, দেশে ইউসি ব্রাউজারের জনপ্রিয়তার পেছনে রয়েছে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সেবা গ্রহণের সুযোগ।

     

রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৫/ইয়ামিন/সাইফ