বিজ্ঞান-প্রযুক্তি

স্মার্ট বেল্ট : মানুষের ভাষায় তথ্য জানাবে কুকুর!

মনিরুল হক ফিরোজ : কুকুরে ভাষাকে মানুষের ভাষায় রুপান্তর করতে সক্ষম হবে, এমনই একটি অভিনব স্মার্ট বেল্ট নির্মাণে কাজ করছে অনলাইন পেট স্টোর ফেচ।

 

পোষ্য প্রাণীদের খাবার সরবরাহকারী যুক্তরাজ্যের অনলাইন সাইট ফেচ জানিয়েছে, তারা এমন একটি স্মার্ট বেল্ট নির্মাণ করতে যাচ্ছে যেটা কুকুরের গলায় লাগানোর ফলে, পোষ্য কুকুর তার মালিকের সঙ্গে মানুষের ভাষায় যোগাযোগ করতে পারবে!

 

বিশেষ প্রযুক্তির ছোট্ট এই স্মার্ট বেল্টটি কুকুরের ভাষা, মুভমেন্টস এবং অ্যাকটিভিটিজগুলোর তথ্য মালিকের স্মার্টফোনে একটি অ্যাপে পাঠাবে। অ্যাপটির নাম হোয়াটস ইয়াপ।

 

সেন্সর যুক্ত স্মার্ট বেল্টটির পাঠানো তথ্য অ্যাপটি পর্যালোচনা করে কুকুরের মালিকের মোবাইলে মেসেজ আকারে পাঠাবে। মেসেজের ভাষাটা হবে মানুষ যে ভাষায় মেসেজ দেয় সেই ভাষাতেই। ফলে খুব সহজেই বোঝা যাবে, মালিকের প্রিয় পোষ্যটি কী ভাবছে।

 

এই উদ্ভট পরিকল্পনায় ফেচ কতটা সফল হবে সেটা হয়তো অদূর ভবিষ্যতে জানা যাবে, তবে ফেচ এ ধরনের আরো দুইটি আইডিয়া নিয়ে কাজ করছে।

 

প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘পেটনোলজি সেন্টার’ গঠন করেছে, যার মাধ্যমে তারা পোষ্যদের জন্য বিভিন্ন টেকনোলজি পণ্য নির্মাণ করবে বলে জানিয়েছে।

 

প্রতিষ্ঠানটির অন্য দুইটি পরিকল্পনার মধ্যে রয়েছে, বিড়ালের জন্য থ্রিডি প্রজেকশন গেম ডিভাইস নির্মাণ, যার নাম হবে ক্যাট কোয়েস্ট এবং স্মার্ট ব্যান্ড নির্মান, যা শিশুদেরকে বাড়ির পোষ্য প্রাণীর সঙ্গে খেলাধূলা জন্য উৎসাহ দেবে ও পুরস্কার জেতা যাবে, স্মার্ট ব্যান্ডটির নাম হবে পেট পাউন্ডস।

 

ফেচ-এর ব্যবসায়িক প্রধান র‌্যাচেল কমঅ্যাফোর্ড বলেন, ‘আমরা পোষ্য প্রাণীদের প্রযুক্তির সুবিধা দেওয়ার ব্যাপারে খুবই আশাবাদী। পোষ্য প্রাণীদের জন্য আমাদের এই তিনটি আইডিয়া নিয়ে আমাদের সাইটে একটি ভোটের ব্যবস্থা করা হয়েছে। যে আইডিয়াতে বেশি ভোট আসবে, সেটাই আমরা প্রথমে বাস্তবায়ন করবো। আর আমাদের সাইটেই তা হয়তো খুব শিগগিরি বিক্রয়ও শুরু করা হবে!’

 

উল্লেখ্য, ফেচ একমাত্র প্রতিষ্ঠান নয়, যারা প্রযুক্তির সহায়তায় মানুষের ভাষায় কুকুরকে যোগাযোগ করাতে গ্যাজেট নির্মাণে কাজ করছে। গত বছরে যুক্তরাষ্ট্রের ভয়েচ এবং পেটপেস নামক দুইটি প্রতিষ্ঠানও একই ঘরানার প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে।

 

তথ্যসূত্র: মিরর

   

রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৬/ফিরোজ