বিজ্ঞান-প্রযুক্তি

হাতের শিরা হাতড়ে বেড়াতে হবে না

স্বপ্নীল মাহফুজ : কোনো কারণে আপনার হয়তো ব্লাড টেস্ট করাতে হবে, তাই ডায়াগনস্টিক সেন্টার কিংবা হাসপাতালে গিয়েছেন। কিন্তু এক্ষেত্রে অনেক সময় দেখা যায়, যিনি আপনার হাত থেকে ব্লাড সংগ্রহ করবেন, তিনি হয়তো হাতের শিরা খুঁজেই পাচ্ছেন না। বিশেষ করে একটু স্বাস্থ্যবানদের ক্ষেত্রে এমনটা আরো বেশি হয়ে থাকে। একে তো ইনজেকশন ভীতি অনেকেরই আছে, তার পরে যদি শিরা খুঁজে না পেয়ে বার বার সূচ ফুটানো হয় তবে তো রোগীর অবস্থা একেবারেই কাহিল। এমন সমস্যা এড়াতে হলে রক্তবাহী শিরার অবস্থান জানা খুব জরুরি। আর এ জন্যই উদ্ভাবন করা হয়েছে আধুনিক ডিভাইস ভেইন ভিউয়ার। এই ভেইন ভিউয়ার এর সাহায্যে রক্তবাহী শিরার অবস্থান নিখুতভাবেই নির্ণয় করা যাবে। এজন্য ব্যবহার করা হয় ইনফ্রা রেড রে। ইনফ্রারেড রশ্মি রক্তের হিমোগ্লোবিন দ্বারা প্রতিফলিত হয়ে চোখে দৃশ্যমান হয়। ফলে শিরার অবস্থান যেমন নিখুতভাবে নির্ণয় হবে তেমনি বার বার শিরা খুঁজে না পেয়ে অনুমানের ওপর আর সূচ ফুটাতে হবে না। এই প্রযুক্তি রোগীদের ইনজেকশন ভীতি অনেকটাই কাটিয়ে উঠতে সাহায্য করবে। এটা ত্বকের ০.৪ ইঞ্চি পর্যন্ত গভীরের শিরার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করতে সক্ষম। দেখুন ভিডিও:

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৭/ফিরোজ