বিজ্ঞান-প্রযুক্তি

ইউটিউবে ভিডিও দেখা ও কমেন্ট একসঙ্গে যেভাবে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ইউটিউবে ভিডিও দেখাকালীন মুহূর্তে কমেন্ট পড়া বা কমেন্ট করা যায় না। আবার কমেন্ট পড়াকালীন মুহূর্তে বা কমেন্ট করতে চাইলে সেই মুহূর্তে ভিডিও দেখা যায় না। কেননা একই মুহূর্তে একসঙ্গে ভিডিও দেখা ও কমেন্ট পড়া/করার সুযোগ নেই। যেমন ধরুন আপনি ইউটিউবে একটি ফটোশপের টিউটোরিয়ালের ভিডিও দেখছেন এবং কোনো একটা অংশ বুঝতে না পারায়, সে অংশটি নিয়ে কমেন্ট করবেন। এক্ষেত্রে যেটা করতে হয় যে, ভিডিও পজ করে এরপর স্ক্রল করে নিচে নেমে কমেন্টের অংশে কমেন্ট করা লাগে। যা একটা বিরক্তিকর ব্যাপার। তবে এই ঝামেলা না পোহানোর খুব সহজ একটা উপায় রয়েছে। যার মাধ্যমে ভিডিও দেখাকালীন মুহূর্তেই কমেন্ট করা বা পড়া যাবে। অর্থাৎ একই ফ্রেমে প্রদর্শিত হবে কমেন্ট এবং ভিডিও। এর জন্য ব্যবহার করতে হবে ‘কমেন্ট মোড’ নামক একটি গুগল এক্সটেনশন। এটি ক্রোম ব্রাউজারে অ্যাড করা যাবে goo.gl/LgqtC3 লিংক থেকে। কমেন্ট মোড এক্সটেনশন ব্যবহারের সুবিধাটি নিচের ভিডিওতে দেখে নিন।

   

তথ্যসূত্র: মেকইউজঅব

   

রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৭/ফিরোজ