বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধ হচ্ছে কেইমু, একত্রিত দারাজের সঙ্গে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : চলতি মাসেই বন্ধ হয়ে যাচ্ছে ই-কমার্স প্লাটফর্ম কেইমু ডটকম ডটবিডি। ২৮ ফেব্রুয়ারি থেকে কেইমু নামে আর কোনো ই-কমার্স প্লাটফর্ম থাকছে না। দারাজ ডটকম ডটবিডির সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কেইমু এবং দারাজ একত্রিত হওয়ার কার্যক্রম শুরু হয় গত বছরের জুলাইতে। এই একত্রীকরণের উদ্দেশ্য, দুটো প্ল্যাটফর্মকে একটি প্ল্যাটফর্মে রূপান্তর করা যাতে যার কোয়ালিটি এবং জেনুইন প্রোডাক্ট গ্রাহকরা একই প্লাটফর্ম থেকে সহজেই পেতে পারে। সম্প্রতি এই দুইটি প্ল্যাটফর্মের একটি প্ল্যাটফর্মে রূপান্তর সফলতার সঙ্গে সম্পন্ন হওয়ায়, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে কেইমু ডটকম ডটবিডি। দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বেঞ্জামিন দেফউশি বলেন,  ‘অনলাইন শপিংয়ের দুইটি প্লাটফর্মকে একটি প্লাটফর্মে আনতে পেরে আমরা আনন্দিত। আমরা আশাবাদী যে আমরা দেশের একটি প্রতিযোগী শপিং প্লাটফর্মে পরিনত হব। দারাজ আসল ব্র্যান্ডের পণ্যের আস্থাঘর থাকবে।’ রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৭/ফিরোজ