বিজ্ঞান-প্রযুক্তি

সেরা স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ২৭ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সোলনায় শুরু হয়েছে ৪ দিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। বিশ্বের মোবাইল অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত এবারের কংগ্রেসে বার্ষিক গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডস-এ ‘বেস্ট মোবাইল হ্যান্ডসেটস অ্যান্ড ডিভাইস’ ক্যাটাগরিতে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ সেরা স্মার্টফোন হিসেবে স্বীকৃতি পেয়েছে। চমৎকার ডিজাইন, অত্যাধুনিক ক্যামেরা এবং অসাধারণ কার্যক্ষমতার জন্য গ্যালাক্সি এস৭ এজ স্মার্টফোনকে এই স্বীকৃতি দেওয়া হয়। স্যামসাং ইলেকট্রনিক্স-এর গ্লোবাল প্রোডাক্ট স্ট্র্যাটিজি, মোবাইল কমিউনিকেশন বিজনেস-এর ভাইস প্রেসিডেন্ট জুনহো পার্ক বলেন, ‘স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এ আমাদের কারিগরি ডিজাইন এবং উদ্ভাবনের জন্য এই স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত। এই সম্মান আমাদের ধারাবাহিক কর্ম প্রচেষ্টার ফল এবং আমরা যুগান্তকারী মোবাইল প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণ অব্যাহত রেখেছি।’ ‘বেস্ট মোবাইল হ্যান্ডসেটস অ্যান্ড ডিভাইস’ ক্যাটাগরিতে এ বছর ৫টি স্মার্টফোন মনোনয়ন পেয়েছিল। অ্যাপলের আইফোন ৭ প্লাস, গুগলের পিক্সেল এক্সএল, হওয়াওয়ের পি৯, মটোরোলার মটো জেড এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৭ এজ। এর মধ্যে থেকে ২০১৬ সালের সেরা স্মার্টফোনের স্বীকৃতি জিতেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৭ এজ। রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/ফিরোজ