বিজ্ঞান-প্রযুক্তি

কিবোর্ড নিষ্ক্রিয় রাখার ৪ উপায়

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: কম্পিউটার ব্যবহারের জন্য মাউস ও কিবোর্ড অত্যাবশ্যকীয়। কিন্তু আপনি কি জানেন যে, উইন্ডোজ কম্পিউটারে সহজেই কিবোর্ড নিষ্ক্রিয় রাখা যায়? কম্পিউটার শিশুদেরও বিনোদন উপভোগের একটি মাধ্যম। তারা এখানে কৌতূহল প্রকাশ করে। এমন অনেক সময় হতে পারে, কম্পিউটার অন করা অবস্থায় শিশু না বুঝেই কিবোর্ডের এখানে-সেখানে টিপে গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলতে পারে বা অন্যান্য সমস্যা সৃষ্টি করে পারে। এমন ক্ষেত্রে কিবোর্ড নিষ্ক্রিয়  করে রাখাটা নিরাপদ। অথবা আপনার অনুপস্থিতিতে অন্য কেউ যেন কম্পিউটার ব্যবহার করতে না পারে, সেজন্যও কিবোর্ড নিষ্ক্রিয় রাখতে পারেন। জেনে নিন, কিবোর্ড নিষ্ক্রিয়  রাখার চার উপায়। * কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে থাকা ডিভাইস ম্যানেজার-এ ডাবল ক্লিক করুন। এবার কিবোর্ড অপশনটিতে ডাবল ক্লিক করুন। আপনার কিবোর্ডটি দেখাবে। মাউসের রাইট বাটন ক্লিক করে আনইনস্টল করুন। এর ফলে কম্পিউটার থেকে আপনার কিবোর্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। কম্পিউটার রিস্টার্ট করার পর কিবোর্ড আবারও সক্রিয় হবে যখন উইন্ডোজ অটো ড্রাইভারটি খুঁজে যাবে। * কিবোর্ড এবং মাউস নিষ্ক্রিয় রাখার জন্য বিনামূল্যের ছোট্ট সফটওয়্যার ‘কিফ্রিজ’ ব্যবহার করতে পারেন। এই টুলটি সব ধরনের ইনপুট ব্লক করে দেবে কিন্তু আপনার সেশন সক্রিয় রাখবে। ফলে কিবোর্ড বা মাউস না চেপেই শিশুরা ভিডিওটি দেখতে পাবে। কিফ্রিজ ডাউনলোড লিংক: goo.gl/v6WUyp * বিনামূল্যের আরেকটি ছোট্ট সফটওয়্যার হচ্ছে, কিবোর্ড লক। এটির কাজ ‘কিফ্রিজ’ এর মতো হলেও আরো বেশি ব্যবহার বান্ধব। এটি পাসওয়ার্ডের মাধ্যমে আপনার কিবোর্ড এবং মাউস লক করে রাখবে। কিবোর্ড লক ডাউনলোড লিংক:  goo.gl/JfWLDV * কিবোর্ড এবং মাউস নিষ্ক্রিয় রাখার আরেকটি সফটওয়্যার হলো অ্যান্টি-সায়া। এটি পোর্টেবল, তাই ইনস্টল করার প্রয়োজন পড়বে না। অ্যান্টি-সায়া ডাউনলোড লিংক goo.gl/QGuFpM  

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৭/ফিরোজ/তারা