বিজ্ঞান-প্রযুক্তি

চালক ছাড়াই চললো ট্রেন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ২০১৮ সালে চীন অটোনোমাস ট্রেন নিয়ে আসার আগেই, মাইনিং কর্পোরেশন রিও টিন্টো বিশ্বকে উপহার দিয়েছে তাদের ফুল-অটোনোমাস ট্রেন। অর্থাৎ বিশ্বের প্রথমবারের মতো চালক ছাড়াই চলেছে ট্রেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে এর কার্যক্রম শুরু হয়েছে। খনি খনন প্রতিষ্ঠান মাইনিং কর্পোরেশন রিও টিন্টো চলতি সপ্তাহের শুরুতে এক ঘোষণায় জানিয়েছে, তাদের নির্মিত স্ব-চালিত ট্রেন প্রথমবারের মতো সফলভাবে সংক্ষিপ্ত যাত্রা সম্পন্ন করেছে। কোনো প্রকার মানুষের সাহায্য ছাড়াই মালবাহী ট্রেনটি প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পথ ভ্রমণ করেছে। রিও টিন্টো আয়রন ওর ট্রেনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস স্যালিসবেরি এক বিবৃতিতে বলেন, ‘বৈশ্বিক খনি শিল্পে ইনোভেশন এবং অটোনোমাস প্রযুক্তির নেতা হতে পেরে রিও টিন্টো গর্বিত। যা ভবিষ্যতে খনি নির্মাণের প্রতিযোগিতায় দীর্ঘমেয়াদে আমাদের এগিয়ে রাখবে।’ রিও টিন্টো ২০১৮ সালে তাদের রেল নেটওয়ার্কে ফুল-অটোনোমাস ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে পূরণের উদ্দেশ্যে চলতি সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো চালকবিহীন স্বয়ংক্রিয় ট্রেনের পরীক্ষামূলক সংক্ষিপ্ত যাত্রার সফল পরীক্ষা করা হয়। এর মাধ্যমে বিশ্বে প্রথম স্বনিয়ন্ত্রিত ট্রেন, ভারী পরিবহন এবং দীর্ঘ দূরত্বের রেল নেটওয়ার্ক পরিচালনায় যুক্ত হতে যাচ্ছে। চালকবিহীন রেল নেটওয়ার্ক প্রতিষ্ঠার সম্ভাব্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে, ট্রেনের গতি বৃদ্ধি, চালকদের শিফট সংক্রান্ত সময় ব্যয় কমানো এবং চালকদের ক্লান্তি সমস্যা এড়ানো। রিও টিন্টো ইতিমধ্যেই তাদের খনি প্রকল্পগুলোতে চালকবিহীন ট্রাক ব্যবহার করছে, যা প্রতিষ্ঠানটির খরচ অনেক কমিয়ে এনেছে।

   

তথ্যসূত্র : ফিউচারিজম রাইজিংবিডি/ঢাকা/৪ অক্টোবর ২০১৭/ফিরোজ