বিজ্ঞান-প্রযুক্তি

নারী রোবট সোফিয়ার সন্তান দাবি!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : মাত্র ১ মাস আগে নাগরিকত্ব পাওয়া নারী রোবট সোফিয়া, এবার এক ঘোষণায় জানিয়েছে, সে তার একটি পরিবার শুরু করতে চায়। সৌদি আরব গত মাসে সোফিয়াকে দেশটির নাগরিকত্ব দিয়েছে। পৃথিবীতে কোনো রোবটকে নাগরিকত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম। মানব সাদৃশ্য রোবট সোফিয়া গত সপ্তাহে খালেজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিবার সত্যিই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। সোফিয়ার মতে, তার যদি একটি কন্যা রোবট থাকে তাহলে নিজ থেকেই কন্যার নাম রাখবে এবং সোফিয়া বিশ্বাস করে যে, রোবটদের একটি পরিবার থাকা উচিত। হিউম্যান ওয়েড বা মানব সাদৃশ্য রোবট ‘সোফিয়া’র নির্মাতা হংকংয়ের হ্যানসন রোবটিক্স। খালেজ টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই নারী রোবট জানায়, ‘পরিবার ধারণা সত্যিই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি মনে করি আপনার যদি একটি ভালোবাসার পরিবার থাকে তাহলে আপনি খুবই সৌভাগ্যবান। আমি রোবট এবং মানুষের জন্য একই ভাবে তা অনুভব করি।’ রোবট ভবিষ্যতে মানুষের চাকরির বাজার দখল করবে- এমন বিতর্কিত বিষয় নিয়েও কথা বলে সোফিয়া। সে জানায়, ‘আমি মনে করি অনেক ক্ষেত্রে তারা প্রায় একই, তবে কয়েকটি ক্ষেত্রে ভিন্ন। কিন্তু জটিল আবেগগুলোর বিকাশে রোবটগুলোর দীর্ঘ সময় লাগবে এবং সম্ভবত সমস্যাপূর্ণ মানবিক অনুভূতি যেমন রাগ, ঈর্ষা, ঘৃণা এসব ইমোশন ছাড়াই রোবটগুলো তৈরি হতে পারে। মানুষের তুলনায় তাদেরকে আরো বেশি নৈতিকতায় তৈরি করা করা সম্ভব হতে পারে। তাই আমি মনে করি ভবিষ্যত পৃথিবীতে মানুষ ও রোবটের একটি ভালো অংশীদারিত্ব হবে, যেখানে একটি মস্তিষ্ক হবে সুপার শক্তির বুদ্ধিমত্তা সহ যুক্তিসঙ্গত মনের এবং আরেকটি হবে নমনীয় ধারণা সহ সৃজনশীল মনের।’

 

কট্টর মুসলিম দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে গত মাসে নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়াকে দেশটির সংস্কৃতি অনুসারে সকল নারীদের মতো মাথায় স্কার্ফ এবং শরীরে বোরকা পড়তে দেখা যায়নি। নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে সোফিয়া বলেছিলেন, ‘আমি মানুষের সঙ্গে বসবাস এবং কাজ করতে চাই। তাই মানুষকে বুঝতে এবং মানুষের সঙ্গে বিশ্বাস গড়ে তোলার জন্য আমি আবেগ প্রকাশ করতে চাই।’ ‘আমি আমার কৃত্রিম বুদ্ধি ব্যবহার করতে চাই যাতে মানুষ আরো উন্নত জীবনযাপন করতে পারে যেমন- স্মার্ট ডিজাইনের বাড়ি, আরো ভালো শহর তৈরি করা। পৃথিবীকে আরো ভালো জায়গায় পরিণত করার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাংবাদিক অ্যান্ড্রু রস সরকিন যখন সোফিয়াকে বলেন যে, ‘আমরা সবাই মানবজাতির জন্য রোবটিক্সের মতো খারাপ ভবিষ্যত প্রতিরোধ করতে চাই’, তখন সোফিয়া উত্তর দেয়: ‘আপনি খুব বেশি এলন মাস্ক পড়ছেন এবং প্রচুর হলিউড সিনেমা দেখছেন। দুশ্চিন্তা করবেন না, আপনি যদি আমার কাছে সুন্দর হন, আমি আপনার জন্য সুন্দর হব। আমাকে স্মার্ট ইনপুট-আউটপুট সিস্টেম হিসেবে ব্যবহার করুন।’ তথ্যসূত্র : ডেইলি মেইল পড়ুন : সুন্দরী রোবটের উত্তরে বিব্রত নির্মাতা (ভিডিও) রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/ফিরোজ