বিজ্ঞান-প্রযুক্তি

মদ্যপানে ক্যানসার কেন হয়?

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : মদ্যপানে ডিএনএ স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে স্তন ক্যানসার সহ অন্যান্য জটিল রোগের সুযোগ সৃষ্টি হয়। প্রথমবারের মতো গবেষকরা একটা যুক্তিসঙ্গত ব্যাখা খুঁজে পেয়েছেন যে, অ্যালকোহল কিভাবে মানব শরীরের কোষে প্রভাব ফেলে- সেটি হচ্ছে, ডিএনএ’র ক্ষতিসাধন করার মাধ্যমে। যুগান্তকারী এই গবেষণায় ব্যাখ্যা করা হয়েছে, মদ্যপানে মুখ ও গলা, লিভার, মলাশয়, অন্ত্র এবং স্তন সহ কিভাবে সাত ধরনের টিউমার গঠন হয়ে থাকে। অ্যালকোহল শরীরের ভেতর ভাঙার পর একটি বিষাক্ত কেমিক্যাল গঠন হয়, যা অ্যাকটালডেহাইড নামে পরিচিত। সামান্য পরিমাণ অ্যালকোহলও শরীরে ক্ষতির কারণ হতে পারে। বেশি মাত্রায় মদ্যপান শরীরের স্টেম সেল ক্ষতিগ্রস্ত করে- স্টেম সেল হল অবিভাজিত জীবকোষ, যা আজীবন আরো অনেক স্টেম সেল তৈরি করতে পারে। এই সেল থেকে তৈরি হয় শরীরের সমস্ত কলা, অঙ্গ।  ক্ষতির পরিমাণ বেশি হতে থাকলে তা ক্যানসার টিউমার গঠন করে। ধারণা করা হয়ে থাকে যে, বিশ্বব্যাপী ক্যানসারে সকল মৃত্যুর প্রায় ছয় শতাংশ অ্যালকোহলের কারণে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থার মতে, এমনকি সামান্য পরিমাণ অ্যালকোহলও নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। মাত্রাতিরিক্ত মদ্যপায়ীদের মুখ ও গলায় ক্যানসার, স্বরযন্ত্রে ক্যানসার, লিভার এবং কলোরেক্টার ক্যানসারের ঝুঁকি বেশি। নতুন গবেষণাপত্রটি নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখানো হয়েছে যে, অ্যালকোহল কিভাবে স্টেম সেলের ডিএনএতে প্রভাব বিস্তার করে জেনেটিক্যালি ক্ষতি করে থাকে। কেমব্রিজের মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের ল্যাবরেটরির একটি দল এই গবেষণাটি করেছেন। গবেষকরা অ্যাকটালডেহাইড কেমিক্যালের মাধ্যমে ইঁদুরের ডিএনএ’র ক্ষতিগ্রস্ততা বিশ্লেষণ করেছিলেন। অ্যাকটালডেহাইড ক্যানসার সৃষ্টির জন্য দায়ী হিসেবে বহু আগেই থেকে পরিচিত। কিন্তু এটি কোন প্রক্রিয়ায় কাজ করে তা এতদিন জানা ছিল না। অবশেষে গবেষকরা আবিষ্কার করেছেন যে, অ্যাকটালডেহাইড ভেঙে যায় এবং রক্তের স্টেম সেলগুলোর মধ্যে ডিএনএর ক্ষতি করে, কোষের মধ্যে স্থায়ীভাবে তাদের ক্রম পরিবর্তন করে। এই কেমিক্যাল ডিএনএ’র উভয় গঠন ‘ডাবল হেলিক্স’ ভেঙে দেয়। অ্যালকোহলকে শুধু রক্ত ক্যানসারের কারণ হিসেবেই মনে করা হয় না বরঞ্চ এই একই প্রক্রিয়া স্টেম সেলে প্রয়োগ হয়ে শরীরের অন্যান্য অঙ্গগুলোকেও ক্ষতিগ্রস্ত করে থাকে। গবেষণার প্রধান লেখক অধ্যাপক কেটান প্যাটেল বলেন, ‘স্টেম সেলে ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিছু ক্যানসার সৃষ্টি হয়ে থাকে।’ তথ্যসূত্র : ডেইলি মেইল রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৭/ফিরোজ