বিজ্ঞান-প্রযুক্তি

প্রফেশনাল গেমারদের জন্য আসুসের নতুন মডেলের ল্যাপটপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড আসুস দেশের বাজারে উন্মুক্ত করল আরওজি স্ট্রিক্স স্কার এডিশন (জিএল৫০৩ভিএম) গেমিং ল্যাপটপ। প্রফেশনাল ফার্স্টপারসন শুটার গেম খেলোয়াড়দের জন্য বিশেষ ভাবে তৈরি এই গেমিং ল্যাপটপ, কাউন্টার স্ট্রাইক কিংবা ওভার ওয়াচের মতো প্রফেশনাল গেমগুলো খেলায় যোগ করবে বিশেষ মাত্রা। ল্যাপটপটিতে রয়েছে ৭ম প্রজন্মের ইন্টেল কোর আই-৭ প্রসেসর এবং ৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স এর জিটিএক্স ১০৬০ গ্রাফিক্স কার্ড ও ১৬ গিগাবাইট ডিডিআর৪ র‍্যাম। গেমিং ল্যাপটপটিতে আরও রয়েছে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ সমর্থিত। এর সঙ্গে স্ক্রিন রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড হওয়ায় গেম খেলার সময় মোশন-ব্লার কমিয়ে আনে।  আরওজি স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপটির কিবোর্ড তৈরি হয়েছে প্রফেশনাল গেমারদের কথা মাথায় রেখে। বাটনগুলো গেমিংয়ের সময় দ্রুত ও সঠিক সময় নিয়ন্ত্রণ করে গতিবিধি পরিবর্তনের জন্য চমৎকার ভাবে কাজ করে। এছাড়াও গেম খেলায় ব্যবহৃত বাটনগুলো নিজের পছন্দমতো রঙের আলো দিয়ে সাজিয়ে নেয়া যাবে। আরওজি স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপটির আরেকটি বিশেষত্ব এর অডিও প্রযুক্তি। এর বিশেষ অডিও টেকনোলজি হালকা শব্দকেও বর্ধিত করতে সক্ষম, ফলে গেমিংয়ে শত্রুর গতিবিধি বুঝতে সহায়তা করবে এই নোটবুকটি।  স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপে রয়েছে ইন্টেলিজেন্ট থার্মাল সিস্টেম যা অপ্টিমাইজড সিপিউ ও জিপিউ পারফরম্যান্সের জন্য স্বয়ংক্রিয়ভাবে কুলিং সিস্টেমকে সামঞ্জস্য করে। একই সঙ্গে কিবোর্ডের উপরে এবং ল্যাপটপের নীচে বিশেষভাবে সজ্জিত ভেন্টিং গর্ত শীতল বাতাস গ্রহণ করতে সহায়তা করে। এতে আরো রয়েছে ১২ ভোল্ট ফ্যান, যা প্রচলিত ৫ ভোল্ট ফ্যানের ব্লেডের তুলনায় কুলিংয়ে অধিক কার্যকরী। গেমিং ল্যাপটপটিতে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, সাথে আরওজি গেমিং সেন্টার যা গেমিংয়ের প্রয়োজন অনুসারে ওভারক্লকিং, সিস্টেম টিউনিং, গেমিং প্রফাইল তৈরি ও সিস্টম মনইটরিং- এ সহায়তা করবে। এছাড়াও আরওজি এক্সক্লুসিভ অ্যাপ্লিকেশন পাওয়া যাবে ল্যাপটপটির সঙ্গে। আরওজি স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপটির ১ লাখ ৫৫ হাজার টাকা। ল্যাপটপটির সঙ্গে একটি গেমিং মাউস ও ব্যাকপ্যাক ফ্রি। রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/ফিরোজ