বিজ্ঞান-প্রযুক্তি

আউটসোর্সিং বাজার বৃদ্ধিতে কাজী আইটির নতুন উদ্যোগ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : তথ্যপ্রযুক্তি খাতে আরো বেশি বিদেশি কাজ আনতে এবার ভারতীয় শীর্ষ প্রযুক্তি কোম্পানির সঙ্গে চুক্তি করলো কাজী আইটি। এর ফলে উন্নত বিশ্ব থেকে আরো বেশি আউটসোর্সিং কাজ আসবে বলে আশা করছেন সরকার। ৮ মার্চ বৃহস্পতিবার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে দেশের শীর্ষ আইটি কোম্পানি কাজী আইটি ও ভারতীয় শীর্ষ আইটি কোম্পানি ডাটা-কোর সিস্টেমস এর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী। এই চুক্তির ফলে ভারতের আইটি বিশেষজ্ঞরা বাংলাদেশের কাজী আইটিকে কর্মক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে। এছাড়া তরুণদের বিশ্বমানের কাজ এনে দিতেও সহায়তা করবেন তারা। অনুষ্ঠানে জানানো হয়, এ উদ্যোগের ফলে আইটি খাতে ২০২১ সালের ৫ বিলিয়ন ডলার আয়ের যে লক্ষ্যমাত্রা তার জন্য আরেকধাপ এগিয়ে গেল খাতটি। এছাড়া ভারতীয় ডাটা-কোর সিস্টেমস বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল সহ শিক্ষা খাতের বিভিন্ন সফটওয়ার তৈরির পরামর্শক হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে সুবীর কিশোর চৌধুরী বলেন, দেশের আইটি খাতকে এগিয়ে নিতে ও লক্ষ্য পূরণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। আগামীতে কাজী আইটির মতো যেকোনো প্রতিষ্ঠান এগিয়ে এলে তাদের পাশে থাকবে সরকার। ৫ বিলিয়ন ডলার লক্ষ্য অর্জনে আইটি প্রতিষ্ঠানগুলোকে জোর তাগিদ দেন তিনি। কাজী আইটির প্রতিষ্ঠাতা ও সিইও মাইক কাজী বলেন, বাংলাদেশে বসেই আমেরিকান কাজ করছি আমরা। তবে ডাটা-কোরের সঙ্গে চুক্তির ফলে আমাদের কাজে বৈচিত্রতা আসবে। আমরা আশা করছি ২ বছরের মধ্যে আমরা আরো কয়েক হাজার লোকের কর্মসংস্থান করতে পারবো। এদেশের তরুণদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে এখন শুধু প্রয়োজন সুযোগ দেয়া। অনুষ্ঠানে ভারতীয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেপি সেনগুপ্তা, সুব্রত মুর্খাজী, দিপালী আহমেদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের আইসিটি বিভাগের সহযোগী হিসেবে চুক্তিবদ্ধ বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান বোস্টন কনসালটিং গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। এলআইসিটি’র সহযোগিতায় উভয় পক্ষের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এলআইসিটি’র পক্ষে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম প্রকল্প পরিচালক এবং কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ। এছাড়া সরকারের আইসিটি ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তাসহ কাজী আইটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৮/ফিরোজ