বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ভুল শোধরানোর সুযোগ ১ ঘণ্টার বেশি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ভুলটা আমরা প্রায়ই অনেকে করি। হোয়াটসঅ্যপে একজনকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল করে তা আরেকজনকে পাঠিয়ে দেই কিংবা কাউকে অস্বস্তিকর মেসেজ পাঠানোর পর তা ঠিক হয়নি বলে অনুশোচনা করি। ভুল করে পাঠানো মেসেজের জন্য বিব্রতকর পরিস্থিতি কিংবা ক্ষতির সম্মুখীন যেন না হতে হয়, সেজন্য পাঠানো মেসেজ ডিলিট করার সুবিধা রয়েছে হোয়াটঅ্যাপে। পাঠানো মেসেজ ৭ মিনিটের মধ্যে ডিলিট করা যায়। নতুন খবর হচ্ছে, ভুল শোধরানোর এই সুবিধা আরো বর্ধিত করা হয়েছে হোয়াটসঅ্যাপে। ভুল করে পাঠানো মেসেজ এবার ডিলিট করা যাবে ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে। মেসেজটি প্রেরক এবং প্রাপক উভয়ের ফোন থেকে ডিলিট হয়ে যাবে। সময়সীমা কেন এতটা নির্দিষ্ট, সে ব্যাপারে যদিও জানা যায়নি তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বর্ধিত এই সময়কে নিশ্চয় স্বাগত জানাবে। তথ্যসূত্র : অ্যান্ড্রয়েড অথোরিটি রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/ফিরোজ