বিজ্ঞান-প্রযুক্তি

ইউটিউব আনছে ইনকোগনিটো মোড

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ব্রিবতকর ভিডিও সার্চ লুকাতে ব্যবহারকারীদের জন্য ‘ইনকোগনিটো মোড’ সুবিধা আনছে ইউটিউব। ইউটিউব তাদের অ্যান্ড্রয়েড অ্যাপে ইতিমধ্যে ‘ইনকোগনিটো মোড’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। গুগল ক্রোমের মতো ইউটিউবেও চাইলে ইনকোগনিটো মোড ব্যবহার করে সার্চ তথ্য ‍লুকানো যাবে। অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ডিভাইসে ইতিমধ্যে নতুন ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। ইউটিউব অ্যাপে প্রবেশ করে ডান পাশের ওপরের থ্রিডট মেন্যু থেকে ইনকোগনিটো মোড ব্যবহার করা যাবে। ইনকোগনিটো মোড ব্যবহার করে ভিডিও সার্চ করা হলে, হিস্ট্রিতে সার্চ তথ্য তুলে ধরবে না ইউটিউব। খুব শিগগির সকল অ্যান্ড্রয়েডে সেবাটি উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/ফিরোজ