বিজ্ঞান-প্রযুক্তি

শেষদিনেও জমজমাট স্মার্টফোন ও ট্যাব মেলা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অত্যাধুনিক স্মার্টফোনে অভাবনীয় মূল্যছাড় ও উপহার পেতে ঢাকায় চলমান স্মার্টফোন মেলার শেষদিনে ক্রেতারা সারিবদ্ধ হচ্ছেন তাদের পছন্দের প্রতিষ্ঠানের স্টলে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মেলার শেষদিন শনিবার সকাল থেকেই মেলার প্রবেশমুখে দেখা যায় দর্শনার্থীদের ভিড়। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া স্মার্টফোন নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন টেকশহর স্মার্টফোন ও ট্যাব এক্সপোর পর্দা নামবে আজ রাত আটটায়। মেলার প্রথম দুইদিন আশানুরূপ বেচাকেনায় খুশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। বাজারমূল্যের চেয়ে কমদামে অত্যাধুনিক মুঠোফোন পেয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন ক্রেতারা। অনেকে বাজেটের মধ্যে পছন্দমতো হ্যান্ডসেট কিনেছেন। আজ সকাল থেকেই স্মার্টফোন স্টলগুলো ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, স্যামসাং, টেকনো, উই, নকিয়া, হুয়াওয়ে, সিম্ফনিসহ প্রদর্শনীতে আসা ব্র্যান্ডগুলোতে আগ্রহ রয়েছে অনেকের। শেষদিনে অনেক স্টল তাদের উপহারের তালিকা আরো বড় করেছে। ঢাকার উত্তরা থেকে আসা কলেজ শিক্ষার্থী তালহা খন্দকার বলেন, মেলা আসার একটাই কারণ চমকপ্রদ কিছু থাকেই। এবার নতুন বেশ কিছু স্মার্টফোন চোখে পড়েছে। আমি একটি কিনতে এসে, দুটি কিনে নিয়ে যাচ্ছি। কারণ যে দামে কিনেছি হ্যান্ডসেট সেই দামে বাহিরে পাবো না, আবার এতো উপহারও পাবো না। মেলাতে আসা ক্রেতা সুলাইমান আলী জানান, তিনি এসেছে গাজীপুর থেকে। প্রতিবছরই আসেন। মেলার শেষদিনে এসে হ্যান্ডসেটগুলো দেখেন। নতুন নতুন টেকনোলজির উপর তার আগে থেকেই আগ্রহ আছে। এর মধ্যে ভালো বা কোনো স্মার্টফোন পছন্দ হয়ে গেলে সেটি কিনবেন। মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। অংশ নিয়েছে স্যামসাং, টেকনো, সিম্ফনি, উই, হুয়াওয়ে, নকিয়া, অপ্পো, ভিভো, আইফোন, লাভা, উইনম্যাক্স, লেনেভো, ডিটেইল, উইমিডিজি, সোলার ইলেক্ট্রো এবং বিজয়সহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করছে। পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাকসেসরিজও। এছাড়া বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচনও করা হয়। স্যামসাং মোবাইল মেলায় এনেছে নানা ধরনের অফার। এছাড়া স্যামসাং তাদের অ্যাকসেসরিজ লঞ্চ করেছে মেলাতে। স্যামসাং মেলায় শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেয়া দিচ্ছে। টেকনো মোবাইল মেলাতে তাদের স্মার্টফোনের সঙ্গে ক্যাশব্যাক, ডিসকাউন্টসহ নানা ধরনের অফার দিচ্ছে। সিম্ফনির যেকোনো স্মার্টফোনের সঙ্গে রয়েছে ৫ শতাংশ ছাড়। এছাড়া আরো রয়েছে নিশ্চিত উপহার। রয়েছে ব্যাকপ্যাক, চাবির রিং, টি-শার্ট ইত্যাদি। উই মোবাইল কম দামে ফোরজি স্মার্টফোন দিচ্ছে। এছাড়া ফোন কিনলে নানা ধরনের উপহার রয়েছে। ফুটবল থেকে শুরু করে নানা ধরনের অ্যাকসেসরিজ রয়েছে এই উপহারের মধ্যে। হুয়াওয়ে মেলায় তাদের স্মার্টফোনে ৭ থেকে ২৩ শতাংশ এবং ট্যাবে ৭ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। রয়েছে আরো অনেক উপহার। অপো স্মার্টফোনে রয়েছে বিশেষ উপহার। ভিভোর ফোনের সঙ্গে রয়েছে নানা ধরনের উপহার ও ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। মেলায় ইউমিডিজি আয়োজন করেছে সেলফি প্রতিযোগিতার। এতে অংশগ্রহণ করে প্রতিদিন ফ্রি স্মার্টফোন জেতার পাশাপাশি পাওয়া যাবে নিশ্চিত পুরস্কার। স্মার্টফোন কিনলে উপহার হিসেবে থাকছে ব্লুটুথ স্পিকার, হেডফোন, পাওয়ার ব্যাংকসহ আরো অনেক কিছু। দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৮’। মেলার প্রথমদিন বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। এবারের মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে স্যামসাং ও টেকনো। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে সিম্ফনি ও উই। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে হুয়াওয়ে, নকিয়া, অপ্পো, ভিভো। টাইটেল স্পন্সর দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম এবং পার্টনার এডুমেকার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৮/ফিরোজ