বিজ্ঞান-প্রযুক্তি

অবৈধ ভিওআইপি কল টার্মিনেশনে শীর্ষে টেলিটক

নিজস্ব প্রতিবেদক : অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কল টার্মিনেশনে শীর্ষে রয়েছে মোবাইল অপারেটর টেলিটক। সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত এক সংবাদ সম্মলেনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকসহ  কমিশনার ও মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে জানানো হয়, ৯ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিটিআরসি ও র‌্যাব যৌথভাবে ঢাকার বিভিন্ন স্থান থেকে ১০ হাজারের ওপর সিমসহ ৩৭ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে। এবং এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আরো জানানো হয়, বর্তমান প্রায় আড়াই কোটি মিনিট কল অবৈধ পথে দেশ আসছে। সংবাদ সম্মেলনে বলা হয়, বিটিআরসি অবৈধ ভিওআইপি শনাক্তে সর্বাধুনিক মেশিন নিয়ে এসেছে যা দিয়ে কোন এলাকার কোন বাসা বা অফিসে অবৈধ ভিওআইপি হচ্ছে, যন্ত্রাংশ কোন আলমারি বা ড্রয়ারে আছে তাও চিহ্নিত করা সম্ভব। আর এ কারণে সম্প্রতি অবৈধ ভিওআইপি কল ধরা সম্ভব হচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৮/ইয়ামিন/সাইফ