বিজ্ঞান-প্রযুক্তি

আসুসের ভিভোবুক এস সিরিজের নতুন ল্যাপটপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : তাইওয়ানের বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড আসুস বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন আসুস ভিভোবুক এস ৫৩০ ল্যাপটপ, যা তৈরি হয়েছে ফ্যাশন সচেতন প্রজন্মের কথা বিশেষ ভাবে মাথায় রেখে। আসুসের ভিভোবুক এস সিরিজের নতুন ল্যাপটপটির ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। এর উজ্জ্বল রঙিন ডিজাইন একাধারে তরুণ প্রজন্ম ও ফ্যাশন সচেতন ব্যক্তিত্বে যোগ করবে নতুন মাত্রা। এই ল্যাপটপগুলো ফার্মামেন্ট গ্রিন, স্টার গ্রে, সিলভার ব্লু, গান মেটাল এবং আই-সাইকেল গোল্ড রঙে পাওয়া যাবে। ফার্মামেন্ট গ্রিন রঙের ল্যাপটপটির কিবোর্ডের চারপাশে একটি কাপড়ের টেক্সচার যুক্ত ফিনিশ রয়েছে, যা আইসাইকেল গোল্ড ব্রাশ ফিনিশ ডিজাইনে তৈরি। শুধু বাহ্যিক ডিজাইনেই নয়, আসুস ভিভোবুক এস ৫৩০-এ থাকছে নতুন অনেক ফিচার। ল্যাপটপটির আরেকটি দারুণ ফিচার হচ্ছে এর ‘আর্গোলিফট হিঞ্জ’ ডিজাইন- ল্যাপটপটি খোলার সঙ্গে সঙ্গে পেছনের দিকটা খানিকটা উপরে উঠে এসে এর কিবোর্ডটিতে ৩.৫ ডিগ্রি বাঁক সৃষ্টি করে। যার ফলে এতে টাইপিং অভিজ্ঞতা ডেস্কটপ কম্পিউটারের মতোই আরামদায়ক। এছাড়া ল্যাপটপটির পেছনের দিকটা বাতাস প্রবাহে সাহায্য করে বলে ল্যাপটপের কুলিং সিস্টেমটা বেশ উন্নত। আসুস ভিভোবুক এস ৫৩০ তে আরো রয়েছে তিনদিকের ন্যানো এজ ডিসপ্লে- যা এর চারপাশের ব্যাজেল কমিয়ে এনে এর স্ক্রিন টু বডি রেশিও করেছে ৮৬%। ফলে এর ডিসপ্লে সাধারণ যেকোনো ল্যাপটপ থেকে অনেক বেশি উপভোগ্য। ল্যাপটপটি ফাস্ট চার্জ সমর্থিত, যা মাত্র ৪৯ মিনিটে ৬০% চার্জ করে নিতে সক্ষম। উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি নিয়ে আসুস ভিভোবুক এস সিরিজ দিচ্ছে সারাদিনের ব্যাটারি লাইফ যা সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় ৩ গুণ দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে সক্ষম। এতো ফিচার নিয়েও ল্যাপটপটি মাত্র ১.৮ কেজি হালকা। আকারে ছোট হওয়ায় ল্যাপটপটি খুব সহজেই ব্যাকপ্যাক কিংবা পাউচে এঁটে যায়। উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে এতে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ সহ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা উইন্ডোজ হ্যালো নিরাপত্তা সমর্থন করে। আসুস ভিভোবুক এস৫৩০ ল্যাপটপে রয়েছে ইন্টেলের ৮ম প্রজন্মের শক্তিশালী প্রসেসর সহ ২৪০০বাস স্পিডের ৮ জিবি ডিডিআর৪ র্যা ম, যা ব্যবহারকারী ১৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। উন্নত গ্রাফিক্স পারফরম্যান্স নিশ্চিত করেতে এতে আরো রয়েছে ২ জিবি এনভিডিয়া জিফোর্স এর এমএক্স ১৩০/এমএক্স ১৫০ গ্রাফিক্স। ল্যাপটপটি ডুয়াল স্টোরেজ ডিজাইনের- ১ টেরাবাইট হার্ডডিস্ক যা সলিড স্টেট হাইব্রিড অথবা সলিড স্টেট ড্রাইভ সহ পাওয়া যাবে। আসুসের এই ল্যাপটপটি চলতি মাস থেকে সারা দেশে পাওয়া যাবে। ল্যাপটপটির বাজার মূল্য ৪৭ হাজার টাকা থেকে শুরু। রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৮/ফিরোজ