বিজ্ঞান-প্রযুক্তি

বাটন ফোনের প্রতি আগ্রহ বাড়ছে মোবাইল নির্মাতাদের

মোখলেছুর রহমান : আবার ফোনে ফিরে আসছে বাটন কিবোর্ড। বুধবার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কোয়ার্টি কিবোর্ড সম্বলিত একটি স্লাইডিং ফোন উন্মোচন করেছে লন্ডনভিত্তিক স্টার্টআপ কোম্পানি এফ (এক্স) টেক। ‘প্রো ওয়ান’ নামের এই ফোনটিতে কোয়ার্টি কিবোর্ডের পাশাপাশি ছবি তোলার জন্য একটি আলাদা বেসপোক শাটার বাটন রয়েছে। এফ (এক্স) টেকের প্রতিষ্ঠাতা অ্যাড্রিয়ান লি মও চিং বলেন, ‘আমরা ফোন ব্যবহারকারীদের মাঝে ফিজিক্যাল কিবোর্ডের সেই অভিজ্ঞতাকে আবার ফিরিয়ে আনতে চেয়েছি। কারণ আমরা মনে করি ভার্চুয়াল কিবোর্ড কখনও বাটন চাপার মতো একই সন্তুষ্টি দিতে পারে না। এই ফোনটি ব্যবহারকারীদের জন্য অনেক স্বস্তিদায়ক হবে। এটি একটি স্ট্যান্ডার্ড স্মার্টফোনের চেয়ে সামান্য ভারি।’ তিনি বলেন, ‘স্লাইডিং কিবোর্ড তৈরি করাটা আমাদের জন্য মজার এক অভিজ্ঞতা। তবে হিংয়ের জন্য প্লাস্টিকের স্ট্যান্ড এবং কোন কোণে স্ক্রিন বসাব সে বিষয়ে আমরা একটু দ্বিধায় ছিলাম।’ অ্যাড্রিয়ান লি আরো বলেন, ‘ফোন জায়ান্ট হুয়াওয়ে এবং স্যামসাং এবার ফোল্ডেবল হ্যান্ডসেট প্রদর্শন করেছে, যার মাধ্যমে বোঝা যায় যে মানুষজন গতানুগতিক ফ্ল্যাট হ্যান্ডসেটের পরিবর্তে বেশি কিছু চায়।’ টাচস্ক্রিন কিপ্যাডে অভ্যস্ত বর্তমান ফোন ব্যবহারকারীদের অবশ্য নতুন এই স্লাইডিং কিবোর্ড ফোনের সঙ্গে আত্মস্থ হতে একটু সময় লাগবে। তবে প্রো ওয়ান ফোনটিতে ফিজিক্যাল কিবোর্ডের পাশাপাশি একটি টাচস্ক্রিন কিবোর্ডও রয়েছে। ফোনটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪৯ ডলার। প্রো ওয়ান বাজারে আসবে জুলাই মাসে। এফ (এক্স) টেক ছাড়াও এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ব্ল্যাকবেরি এবং পাংকট সহ বেশ কিছু ব্র্যান্ড ফিজিক্যাল কিবোর্ড সম্বলিত হ্যান্ডসেট উন্মোচন করেছে। তথ্যসূত্র: বিবিসি রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৯/ফিরোজ