বিজ্ঞান-প্রযুক্তি

তিন ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ

রাইজিংবিডি ডেস্ক : প্রায় তিন ঘণ্টা পর স্বাভাবিক  হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। কারিগরি ত্রুটির কারণে রোববার বিকেল ৪টার পর থেকে এই তিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। তবে সন্ধ্যা ৭টার পর থেকে স্বাভাবিক হয় এই তিন মাধ্যম। এছাড়া ফেসবুক কর্তৃপক্ষ দুঃখও প্রকাশ করে। ফেসবুকের  একজন মুখমাত্র বলেন, বিশ্বের কিছু জায়গায় ব্যবহারকারীরা অ্যাপ তিনটিতে লগ ইন করতে সমস্যায় পড়েন। আমরা এ ঘটনার জন্য দুঃখিত। ইতিমধ্যে সমস্যার সমাধান করা হয়েছে। এর আগে দ্য ভার্জ এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল, অনেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ঢুকতে পারলেও কনটেন্ট লোড হতে সমস্যা হচ্ছে। রোববার সকাল থেকেই এ সমস্যা দেখা দিতে শুরু করে। অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না বলে অভিযোগ করছেন। ফেসবুকের নেটওয়ার্কজনিত সমস্যায় পড়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বড় একটি অংশ। এশিয়ার কিছু অংশেও এ সমস্যা হয়। রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৯/সাইফ