বিজ্ঞান-প্রযুক্তি

চীনে বিশ্বের প্রথম ৫জি স্মার্ট হোটেল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : হুয়াওয়ের সহায়তায় চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম ৫জি স্মার্ট হোটেল। চীনে বিশ্বের প্রথম ৫জি স্মার্ট হোটেল তৈরির জন্য ইন্টারকন্টিনেন্টাল শেনজেন ও শেনজেন টেলিকমের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে। হোটেল ইন্ডাস্ট্রির সমন্বিত টার্মিনাল ও ক্লাউড প্রযুক্তির সঙ্গে প্রথম এন্ড-টু-এন্ড ৫জি নেটওয়ার্ক প্রবর্তন করার মাধ্যমে প্রকল্পটি ইন্টারকন্টিনেন্টাল শেনজেন হোটেলকে ৫জি স্মার্ট হোটেলে রূপান্তরিত করবে। অতিথিদের সেরা উদ্ভাবনী ও বিলাসবহুল অভিজ্ঞতা দিতে এবং ৫জি প্রযুক্তির মাধ্যমে সমগ্র হোটেল শিল্পকে ডিজিটাল করার পথকে সুগম করবে এই উদ্যোগ। শেনজেন টেলিকম ইন্টারকন্টিনেন্টাল শেনজেনে হুয়াওয়ের ৫জি নেটওয়ার্ক ইক্যুইপমেন্ট ব্যবহার করছে যাতে নিরবচ্ছিন্নভাবে ইনডোর ও আউটডোর ৫জি কভারেজ নিশ্চিত করা যায়। এটি একটি নতুন প্রজন্মের হোটেল পরিসেবার প্ল্যাটফর্ম হিসেবে গণ্য হবে। অতিথিরা ৫জি স্মার্টফোন ও গ্রাহককেন্দ্রিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ৫জি হোটেল অ্যাপ্লিকেশনের সুবিধাগুলো ভোগ করতে পারবেন। এছাড়াও এতে থাকবে ৫জি ওয়েলকাম রোবট, ৫জি ক্লাউড কম্পিউটিং টার্মিনাল, ৫জি ক্লাউড গেম এবং ৫জি ক্লাউড ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) রোয়িং মেশিন যা ব্যবসায়িক কাজে আসা কিংবা ভ্রমণরত অতিথিদের জন্য দক্ষ কর্মপরিবেশ এবং অনন্য বিনোদন নিশ্চিত করবে। চীনের রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন, গোল্ডেন সানের সাংস্কৃতিক বাণিজ্যিক পর্যটন কমিটির মহাসচিব কাই ইউন, শেনজেন ওসিটি হোটেল ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার, চায়না টেলিকম শেনজেন শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ফেং ওয়েই এবং হুয়াওয়ে ওয়্যারলেস সলিউশন এর চিফ মার্কেটিং অফিসার ড. পিটার ঝু অনুষ্ঠানে মূল বক্তৃতা প্রদান করেন ও অনুষ্ঠানটির উদ্বোধন করেন। হুয়াওয়ের ওয়্যারলেস সলিউশন এর চিফ মার্কেটিং অফিসার ড. পিটার ঝু বলেন, ‘৫জি এখন আমাদের দোরগোড়ায় রয়েছে। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পে প্রবেশ করেছে। হুয়াওয়ে ৫জি প্রযুক্তিতে স্বচ্ছ ও উন্মুক্তভাবে বিনিয়োগ চালিয়ে যাবে এবং শেনজেন টেলিকম ও ইন্টারকন্টিনেন্টাল শেনজেনের সঙ্গে মিলে ৫জি স্মার্ট হোটেল নির্মাণের জন্য নির্ভরযোগ্য ৫জি অবকাঠামো তৈরি করবে। আমরা আন্তরিকভাবে আরো শিল্প অংশীদারদেরকে এই উদ্যোগের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে সবাই একসঙ্গে একটি সমৃদ্ধ ৫জি ইকোসিস্টেম গড়ে তুলতে পারি।’ শেনজেন ওসিটি হোটেল ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার গোল্ডেন সান বলেছেন, ‘এই হোটেল সর্বদা অতিথিদের অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যেহেতু ভোক্তাদের খরচ ক্রমেই বাড়ছে, তাই গ্রাহকরা উচ্চ মান এবং সেবা আশা করছে। অতিথিরা সব সময় নতুন জিনিস এবং নতুন অভিজ্ঞতা আশা করে। শেনজেন টেলিকম এবং হুয়াওয়ের সঙ্গে যৌথ উদ্যোগটি এই হোটেলের জন্য নতুন নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছে।’ চায়না টেলিকম-এর শেনজেন শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ফেং ওয়েই জানান, ‘হুয়াওয়ের যৌথ প্রচেষ্টায় শেনজেন টেলিকম মাত্র দুই দিনের মধ্যেই প্রথম তলায় ও ইন্টারকন্টিনেন্টাল শেনজেনের প্রেসিডেন্সিয়াল স্যুটগুলোতে ৫জি নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স জোন স্থাপন করেছে। এর ফলে আমরা জিবিপিএস মানের ডাউনলোডের অভিজ্ঞতা নিশ্চিত করতে পেরেছি এবং ৫জি-সমর্থিত হোটেল অ্যাপ্লিকেশন চালু করেছি যেগুলোতে বড় মানের ব্যান্ডউইথ এবং শর্ট ডিলে প্রযুক্তির দরকার হয়। ভবিষ্যতে আমরা পুরো হোটেলে ৫জি নেটওয়ার্ক সরবরাহ করবো এবং ইন্টারকন্টিনেন্টাল শেনজেন ও হুয়াওয়ে মিলে একসঙ্গে বিশ্বব্যাপী ৫জি পাঁচ-তারকা হোটেলগুলোর জন্য অনুসরণীয় মানদন্ড তৈরি করবো।’ ইন্টারকন্টিনেন্টাল শেনজেন হলো চীনের প্রথম স্প্যানিশ ঘরানার বিলাসবহুল ব্যবসায়িক হোটেল। এটি শীর্ষস্থানীয় ও বৈশ্বিক ইভেন্টগুলোর জন্য একটি বড় অংশীদার। অনেক আন্তর্জাতিক ও দেশীয় হোটেল ইন্ডাস্ট্রি পুরস্কার জিতেছে ইন্টারকন্টিনেন্টাল শেনজেন। প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শেনজেন টেলিকম ও হুয়াওয়ে যৌথভাবে হোটেলের প্রথম তলায় এবং প্রেসিডেন্সিয়াল স্যুটগুলোতে ৫জি ডিজিটাল ইনডোর সিস্টেম স্থাপন করেছে। হোটেল লবিতে অতিথিরা ৫জি ডাউনলোড ও আপলোডের জন্য তাদের সিপিই বা স্মার্টফোনের মাধ্যমে ৫জি নেটওয়ার্কে ঢুকতে পারবেন। ৫জি সম্বলিত বুদ্ধিমান রোবটগুলোর মাধ্যমে অতিথিদের তথ্য সংগ্রহ করা, গন্তব্য নির্দেশিকা দেওয়া ও পণ্য সরবরাহের মাধ্যমে হোটেল পরিসেবার মান আরও উন্নত হবে। নতুন নেটওয়ার্কে আচ্ছাদিত রাষ্ট্রীয় স্যুটগুলো অতিথিদের ক্লাউড ভিআর রোয়িং মেশিন, ক্লাউড গেমস ও ফোর-কে মানের চলচ্চিত্রের মতো ৫জি হোটেল পরিসেবা প্রদান করবে। এই অনুষ্ঠানের জন্য নির্মিত এক্সপেরিয়েন্স জোনটি ছিল বিশ্বের দ্রুততম মোবাইল ডাউনলোড ও একটি অনন্য বহুমুখী টেলিযোগাযোগ ও অতিথি বিনোদন অভিজ্ঞতার বৈশিষ্ট্যযুক্ত। রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/ফিরোজ