বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ ক্রিকেটের স্পন্সরশিপ পেল উবার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আসন্ন ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চুক্তিবন্ধ হয়েছে বিশ্বের বৃহত্তম রাইড শেয়ারিং কোম্পানি উবার। এই চুক্তির ফলে প্রথম কোনো ফুড ডেলিভারি ও রাইড শেয়ারিং কোম্পানি হিসেবে বিশ্বকাপের মতো মঞ্চে স্পন্সর হিসেবে দায়িত্ব পেল উবার। পুরুষদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ও উপভোগ্য ক্রীড়া আসরগুলোর মধ্যে একটি। ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপ মাঠ এবং মাঠের বাইরের দর্শক মিলিয়ে প্রায় ১.৫ বিলিয়ন মানুষ উপভোগ করবে। ইংল্যান্ড ও ওয়েলসে আগামী ৩০ থেকে ১৪ জুলাই পর্যন্ত আইসিসি ম্যান’স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯ অনুষ্ঠিত হবে। উবারের ক্যাম্পেইন ‘দিস ওয়ার্ল্ডকাপ, এভরি ফ্যান উইনস’-এর প্রধান উদ্দেশ্য বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের নিয়ে একত্রিত হওয়ার একটি সংস্কৃতি তৈরি করা এবং এই উদযাপনের মূল আকর্ষণ হিসেবে এবারের আইসিসি বিশ্বকাপে প্রথমবারের মতো রিলিজ করা হয়েছে একটি থিম সং ‘ওয়ে-ও, ওয়ে-ও।’ পাঁচটি অংশগ্রহণকারী দেশের প্রশংসিত শিল্পীরা একসঙ্গে এই গানটি গেয়েছেন এবং গানটি ক্রিকেটপ্রেমীদের বিশ্বকাপ উদযাপন করতে নিজস্ব সুর দিবে। উবার তার শত শত ড্রাইভার ও কুরিয়ার পার্টনারের পাশাপাশি যাত্রী ও ভোজনরসিকদের সরাসরি বিশ্বকাপ উপভোগ করার সুযোগ করে দিবে এবং টুর্নামেন্টে একাত্মতার মনোভাব গড়ে তোলার জন্য কিছু কার্যক্রম পরিচালনা করবে।  

উবারের চিফ ইন্টারন্যাশনাল বিজনেস অফিসার ব্রুক্স এন্টউইস্টেল বলেন, ‘ক্রিকেটের মতো আন্তর্জাতিক খেলার প্রতি আমাদের প্রতিশ্রুতি আরো জোরালো করতে পেরে এবং এই খেলা যারা ভালবাসেন যেমন যাত্রী, খাদ্যরসিক, চালক এবং ডেলিভারি পার্টনারদের একে অপরের কাছাকাছি আনতে পেরে আমরা আমরা অত্যন্ত আনন্দিত। অংশগ্রহণকারী আটটি দেশে ক্রিকেট খেলা ভক্তদের প্যাশন যেখানে উবার ও উবার ইটস মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা যখন ভক্তদের যাতায়াত ও খাদ্যের প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা করবো তখন তাদের ক্রিকেটের প্রতি এই প্যাশন আরো জোরালো হবে।’ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সিইও মানু সহেনি বলেন, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ -এ উবারের সঙ্গে আমাদের অংশীদারিত্ব চলমান রাখতে পেরে আমরা আনন্দিত। তারা ক্রিকেটের ব্যাপারে যে প্রতিজ্ঞাবদ্ধ তা গত মহিলা টি-টুয়েন্টি বিশ্বকাপে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে। এসময় তারা #রোডসিমেড প্রচারাভিযানে খেলোয়াড়দের পিছনের অনেক বিস্ময়কর গল্প তুলে ধরেছিলেন। এবারের গ্রীষ্মের বিশ্বকাপ নিয়েও উবার একই রকমের মনোমুগ্ধকর পরিকল্পনা করেছে এবং আমাদের আশানুসারে এটি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় উদযাপন হতে যাচ্ছে।’ উবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘আমি উবারকে সাধুবাদ জানাই এবং আশাবাদী যে ওয়ে-ও, ওয়ে-ও থিম সং ক্রিকেটপ্রেমীদের একত্রিত করবে এবং খেলার জন্য তাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলবে।’

   

রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৯/ফিরোজ