বিজ্ঞান-প্রযুক্তি

মঙ্গলের মাটিতে স্টার ট্রেকের লোগো!

আহমেদ শরীফ : মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র নভোযান দ্য মার্স রিকোনাইসেন্স অরবিটার মঙ্গল গ্রহের উপরিভাগে অদ্ভুত এক আকৃতি খুঁজে পেয়েছে। মজার ব্যাপার হলো, ওই আকৃতির সঙ্গে একসময়কার জনপ্রিয় সাই-ফাই টিভি সিরিজ ‘স্টার ট্রেক’ এর লোগোর খুব মিল খুঁজে পাওয়া যাচ্ছে। অ্যারিজোনা ইউনিভার্সিটির হাই রেজুলিশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট টিম নাসা’র এই আবিষ্কার নিয়ে গবেষণা করছে। গবেষকরা জানিয়েছেন, মঙ্গলের দক্ষিণ পূর্বের হেলা প্ল্যানটিয়া এলাকায় স্টার ট্রেকের লোগের মতো রহস্যজনক ওই আকৃতি খুঁজে পাওয়া গেছে। এটা মূলত বিশাল একটা অর্ধ চন্দ্রাকৃতির মাটির স্তুপ বলেই মনে করছেন গবেষকরা। আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হয়ে পরে জমাট বেঁধে এ ধরনের আকার ধারণ করেছে বলেই ভাবছেন তারা।

 

২০০৬ সাল থেকে ওই নভোযানটি মঙ্গলের কক্ষপথে ঘুরপাক খেয়ে  মঙ্গলের বিস্তারিত সব ছবি পাঠিয়ে আসছে। নভোযানটি মহাকাশে পাঠাতে খরচ হয়েছিল ৭২০ মিলিয়ন ডলার। ২০৩০ সাল পর্যন্ত নভোযানটি মঙ্গল গ্রহের উপরিভাগে কাজ করবে। তথ্যসূত্র : স্কাই নিউজ রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৯/ফিরোজ