বিজ্ঞান-প্রযুক্তি

ইন্টারনেট ব্যবহারকারী ৯ কোটি ৪৪ লাখ

সংসদ প্রতিবেদক: ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, ২০০৮ সালে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৬০ লাখ ছিল। ২০১৯ সালে তা হয়েছে ৯ কোটি ৪৪ লাখ। একইসঙ্গে ইন্টারনেটের দাম কমিয়ে প্রতি এমবিপিএস ইটারনেট ব্যান্ডউইথ চার্জ ২০০৮ সালের ২৭ হাজার টাকা থেকে হ্রাস করে বর্তমানে সর্বনিম্ন ১৮০ টাকা ধার্য্য করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে এম. আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধির পাশাপাশি দাম কমার বিষয়ে তিনি বলেন, ‘দেশে ইন্টারনেটের দাম কমেনি- এ তথ্য সঠিক নয়। বরং দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে ইন্টারনেটের দামও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৯/আসাদ/শাহনেওয়াজ