বিজ্ঞান-প্রযুক্তি

নগদ-এ সবচেয়ে সাশ্রয়ী ক্যাশ-আউট সেবা

দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’। আজ ৬ অক্টোবর থেকে নগদ-এর সকল গ্রাহক যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে ১.৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউট করতে পারবেন। অর্থাৎ প্রতি হাজারে নগদ এর ক্যাশ-আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা।

অন্যদিকে প্রতি ১০০০ টাকা ক্যাশ-ইন করলে প্রতি হাজারে ৫ টাকা (০.৫%) ক্যাশ-ব্যাক পাওয়া যাবে। ক্যাশ-ব্যাকের টাকা ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

ডাক বিভাগের ‘নগদ’ সেবায় নতুন রেজিস্ট্রেশনে থাকছে ২৫ টাকা পাওয়ার সুবিধা। নগদ উদ্যোক্তা বা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। গ্রাহক নিবন্ধনে ঝামেলাহীন প্রক্রিয়া নিশ্চিত করতে চলতি বছরের ২৬ মার্চ থেকে ডিজিটাল কেওয়াইসি নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে নগদ। ফলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে ২ মিনিটেরও কম সময়ে। আরো জানতে ভিজিট : https://nagad.com.bd, www.facebook.com/MyNagad। ঢাকা/ফিরোজ