বিজ্ঞান-প্রযুক্তি

বাজারে লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড

লেনোভোর ডি৩৩০ মডেলের হাইব্রিড ল্যাপটপ বাজারে এসেছে। এটিকে ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। ১০ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের এই হাইব্রিড ল্যাপটপটি টাচ সুবিধা সাপোর্ট করে। কিবোর্ড থেকে আলাদা করে এটিকে ট্যাবলেটের মতো করে ব্যবহার করা যায়।

এতে রয়েছে ইন্টেল সেলেরন ডুয়াল কোর এন৪০০০ প্রসেসর, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ হোম। ইনপুট হিসেবে আছে ইউএসবি টাইপ সি ৩.১, মাইক্রো এসডি কার্ড স্লট এবং অডিও জ্যাক। এছাড়া কিবোর্ডের অংশে আছে ইউএসবি ২.০। হাইব্রিড ল্যাপটপটির পেছনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

লোনোভোর নতুন এই হাইব্রিড ল্যাপটপটি ১৩ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। অডিও সুবিধা হিসেবে রয়েছে ডলবি প্রিমিয়াম অডিও।

প্লাটিনাম সিলভার কালারে এই টু-ইন-ওয়ান হাইব্রিড ল্যাপটপটি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যেকোনো শাখায় এবং প্রতিষ্ঠানটির ডিলার হাউসগুলোতে পাওয়া যাবে। এর দাম ৩৪ হাজার ৫০০ টাকা। ঢাকা/ফিরোজ