বিজ্ঞান-প্রযুক্তি

গুগল ফটোজে চ্যাটিং করা যাবে

গতকাল গুগল ফটোজে ফেসবুকের ছবি ও ভিডিও শেয়ার সুবিধার কথা জানা গিয়েছিল। আর আজ গুগল আরো একটি ফিচার ঘোষণা করেছে, যা ছবি সংরক্ষণের পাশাপাশি এবার চ্যাটিং সুবিধাও দেবে।

গুগল ফটোজে এখন থেকে কোনো ছবি বা ভিডিও শেয়ারের সময়, সেই ছবি বা ভিডিও নিয়ে কথোপকথনের জন্য পছন্দের কাউকে যুক্ত করা যাবে। অর্থাৎ ফটোজে আপলোড করা আপনার ছবিতে লাইক বা কমেন্ট করার সুযোগ থাকবে।

গুগল জানিয়েছে, গুগল ফটোজে ব্যবহারকারীরা তাদের নিজস্ব গ্যালারিতে কথোপকথোন সহ ছবি ও ভিডিও সংরক্ষণ করতে পারবে, ছবির মানের কোনো ক্ষতি ছাড়াই। তবে এই ফিচারটি আপনার চ্যাটিং অ্যাপগুলোর বিকল্প হিসেবে তৈরি হয়নি। কারণ কথোপকথোনগুলো প্রাইভেট থাকবে, সকলে দেখতে পাবে না।

গুগল ফটোজের এই চ্যাটিং সুবিধাটি আগামী সপ্তাহ থেকে ব্যবহারকারীরা পেতে শুরু করবে এবং এটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে কাজ করবে।

 

ঢাকা/ফিরোজ