বিজ্ঞান-প্রযুক্তি

মাইজিপিতে ‘বঙ্গবন্ধু বিপিএল’র লাইভ খেলা

মাইজিপিতে বঙ্গবন্ধু বিপিএল খেলা লাইভ দেখানোর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে স্পোর্টস প্লাটফর্ম প্রোভাইডার লাইভ মিডিয়া লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেড। এই চুক্তির আওতায় মাইজিপিকে বঙ্গবন্ধু বিপিএল সংক্রান্ত সব আপডেট রিয়েল টাইম সরবারহ করবে লাইভ মিডিয়া।

সাত দলের এই আকর্ষণীয় ক্রিকেট আসরের সব আপডেট পাওয়া যাবে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপে।

বিপিএল দিয়ে শুরু হতে যাওয়া এই কার্যক্রম অব্যাহত থাকবে বছরজুড়ে। অর্থাৎ লাইভ মিডিয়া লিমিটেড ও মাইজিপি যুগপৎভাবে বছরজুড়ে খেলাধুলাপ্রেমী দর্শকদের উপহার দিয়ে যাবে সব খেলার সব আপডেট।

মাইজিপি ব্যবহারকারীরা তাদের অ্যাপ আপডেট করলেই বিপিএলের লাইভ আপডেটের অপশনটি পেয়ে যাবেন। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরের সব খেলা সরাসরি দেখা যাবে।

এবারের বিপিএলে অনুষ্ঠিত হবে মোট ৪৬টি ম্যাচ। এর মধ্যে প্রথম ৪২টি ম্যাচ শেষে নির্ধারিত হবে শেষ চার দল। যারা লড়াই করবে চার ম্যাচের প্লেঅফ রাউন্ডে। প্লেঅফের সেরা চার দল মুখোমুখি হবে ফাইনালে। ঢাকা/ফিরোজ