বিজ্ঞান-প্রযুক্তি

মাইক্রোসফটের অল-ইন-ওয়ান অফিস অ্যাপ

আমাদের অনেকেরই ফোনে প্রয়োজনের তুলনায় বেশি অ্যাপস থাকে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহারের জন্য তিনটি আলাদা অ্যাপ ব্যবহার করতে হয়।

আর আপনাকে যদি খুব বেশি ওয়ার্ড/এক্সেল/পাওয়ার পয়েন্টের কাজ করতে হয় তাহলে এক অ্যাপ বন্ধ করে আরেক অ্যাপ চালু করাটা রীতিমতো বিরক্তিকর একটি ব্যাপার।

এ ঝামেলা থেকে মুক্তি দিতে মাইক্রোসফট আজ এক ঘোষণায়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অল-ইন-ওয়ান অফিস অ্যাপ নিয়ে আসার ঘোষণা দিয়েছে।

নতুন এই অল-ইন-ওয়ান অফিস অ্যাপে মাইক্রোসফট অফিসের সব সেবাগুলো মিলবে।

অর্থাৎ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আলাদা করে আর ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট অ্যাপ ডাউনলোড করা লাগবে না। একটি মাত্র ‘অল-ইন-ওয়ান অফিস’ অ্যাপে মিলবে সকল সুবিধা।

নতুন অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করলেও, আপাতত ট্যাবলেট পিসিতে কাজ করবে না। এছাড়া আইওএস প্ল্যাটফর্মের জন্যও অ্যাপটি এখনো তৈরি করা হয়নি। ঢাকা/ফিরোজ