বিজ্ঞান-প্রযুক্তি

এবার সাধারণ ফোনে ফেসবুকের থ্রিডি ছবি

এতদিন শুধুমাত্র ডুয়াল বা এর বেশি ক্যামেরাসম্পন্ন ফোনের মাধ্যমে ফেসবুকে থ্রিডি ছবি পোস্ট করা যেত। তবে সোশ্যাল সাইটটি নতুন এক ঘোষণায় জানিয়েছে, এবার একটি রিয়ার ক্যামেরা রয়েছে এমন ফোন থেকেও ফেসবুক অ্যাপ ব্যবহার করে টাইমলাইনে থ্রিডি ছবি পোস্ট করা যাবে।

এই ঘোষণার ফলে এখন থেকে অনেক বেশি ফোন দিয়ে থ্রিডি ছবি ধারণ করা সম্ভব হবে। ফেসবুক বলেছে যে, ব্যবহারকারীরা এখন ফোনের সামনের ক্যামেরাটি দিয়ে থ্রিডি সেলফি-ও তুলতে পারবে।

থ্রিডি ফটো ফিচারটি ২০১৮ সালের অক্টোবরে প্রথম চালু করে ফেসবুক। কিন্তু ফিচারটি এতদিন সেসব ফোনেই ব্যবহার যেত, যার দুটি বা তার বেশি ক্যামেরা ছিল এবং ‘পোট্রেট’ মোডে শট নেয়া যেত।

নতুন এই সিঙেল ক্যামেরা কৌশলটিতে একটি ছবির থ্রিডি কাঠামো তৈরিতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

ফেসবুক জানিয়েছে, আইফোন ৭ বা তার চেয়ে উন্নতমানের আইফোন বা সাম্প্রতিক সময়ের মধ্যমমানের যেকোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে কেউই মূল ফেসবুক অ্যাপে থ্রিডি ফটো ফিচারটি ব্যবহার করতে পারবে। তবে, ফিচারটি এখনো পুরোপুরিভাবে চালু হয়নি। খুব শিগগির এ সুবিধা উপভোগ করা যাবে। ঢাকা/ফিরোজ