বিজ্ঞান-প্রযুক্তি

বিসিএসের নতুন সভাপতি মুনীর, মহাসচিব মনিরুল

দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২০-২০২২ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত পরিচালকদের মধ্যে পদ বন্টন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২০২০-২০২২ মেয়াদকালের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো.শাহিদ-উল-মুনীর দায়িত্ব পালন করবেন। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

নতুন কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন এবং স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা।

সোমবার বিকেলে বিসিএস কার্যালয়ে নতুন কার্যনির্বাহী কমিটির পদ বন্টন নির্বাচন পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্পিনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিআইএম নূরুল কবীর। এ সময় নির্বাচন বোর্ডের সদস্য বীরেন্দ্র নাথ অধিকারী, বিসিএসের সদস্যবৃন্দ এবং সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।  ঢাকা/ফিরোজ