বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চ্যাটবট

কোভিড-১৯ নামক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে থেমে নেই মৃত্যুর সংখ্যাও। নতুন এই ভাইরাসের বিস্তার রোধের পাশাপাশি ভুয়া তথ্যের বিরুদ্ধেও লড়াই করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

করোনাভাইরাস সম্পর্কিত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানাতে এবার দুর্দান্ত একটি উপায় গ্রহণ করেছে ডাব্লিউএইচও। হোয়াটসঅ্যাপে একটি চ্যাটবট চালু করেছে সংস্থাটি।

হোয়াটসঅ্যাপের এই চ্যাটবটকে আপনি করোনাভাইরাস সম্পর্কিত যেকোনো প্রশ্ন করতে পারবেন এবং আপনাকে সর্বশেষ অনুমোদিত উত্তর জানাবে এটি।

এজন্য আপনাকে যা করতে হবে তা হলো, আপনার হোয়াটসঅ্যাপ কন্টান্ট লিস্টে বটটিকে যুক্ত করার জন্য ‘+৪১ ৭৯ ৮৯৩ ৯২’ নম্বরটিকে অ্যাড করতে হবে। এরপর ‘join’ টাইপ করে চ্যাট শুরু করা যাবে। এটি একটি মেন্যু প্রদর্শন করবে এবং আপনি কোভিড-১৯ প্রাদুর্ভাব সম্পর্কিত যে তথ্যটি পেতে চান, সে সম্পর্কিত নম্বর টাইপ করলেই সংশ্লিষ্ট তথ্যটি পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ ছাড়াও আপনি সরাসরি ডাব্লিউএইচও’র ওয়েবসাইট ভিজিট করেও করোনাভাইরাস সম্পর্কিত তথ্য জানতে পারবেন। ঢাকা/ফিরোজ