তথ্যপ্রযুক্তি প্রতিবেদকঢাকা, ১৯ জানুয়ারি : বাংলা বিজনেস পার্টনার (বিবিপি), জাপান এর উদ্যোগে এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র সহযোগিতায় দেশের তরুণ আইটি প্রফেশনাল/শিক্ষার্থীদের জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে ‘আইটি ট্যালেন্ট কনটেস্ট-২০১৪’ আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতার ১ম পর্ব ২২ ফেব্রুয়ারি ও ২য় পর্ব ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামীকাল ২০ জানুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে।দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে অধ্যয়নরত শেষ বর্ষের শিক্ষার্থী, পাশকৃত গ্র্যাজুয়েট অথবা আইটি প্রফেশনালগণ উক্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতাটি ৪টি ধাপে অনুষ্ঠিত হবে। ১ম ধাপে আইকিউ টেস্ট এমসিকিউ পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে প্রাথমিক বাছাই হবে। ২য় ধাপে স্থানীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্রবলেম সলভিং অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে লোকাল ইন্টারভিউ নিয়ে চুড়ান্ত করা হবে। বাছাই পর্বে দেশীয় আইটি বিশেষজ্ঞদের সঙ্গে আইবিএম এর সাবেক ভাইস চেয়ারম্যান নরিও মুরাকামি উপস্থিত থাকবেন এবং সর্বশেষে জাপানী চাকরিদাতা কর্তৃক চুড়ান্ত ইন্টারভিউ গ্রহণ করে প্রার্থী চুড়ান্ত করা হবে। আয়োজক সূত্রে জানা গেছে, ১ম পর্যায়ে ২০ জন প্রতিযোগীকে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পর্যায় ক্রমে নিয়মিত আইটি প্রফেশনালদের জাপান, আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে জাপানী প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করা হবে। নির্বাচিত ট্যালেন্টদের জাপানি ভাষা ও তথ্যপ্রযুক্তি সেক্টরে কাজ করার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিস্তারিত www.diit.info অথবা www.banglait.biz ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। সকল পরীক্ষা ডিআইআইটির মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
রাইজিংবিডি / রাশেদ শাওন