বিজ্ঞান-প্রযুক্তি

করোনার নতুন উপসর্গ পেটের সমস্যা

শুষ্ক কাশি থেকে শুরু করে তীব্র জ্বর- করোনাভাইরাসে আক্রান্ত হলে এ ধরনের একাধিক উপসর্গ দেখা দেয় বলে এতদিন জানা ছিল। আর এবার যুক্তরাজ্যের করোনা আক্রান্ত এক রোগী ভাইরাসটির স্বল্প পরিচিত একটি উপসর্গ সম্পর্কে সতর্ক করেছেন।

ইতিহাসবিদ ও লেখক ড. ফার্ন রিডেল করোনায় আক্রান্ত হয়ে স্বাভাবিক শ্বাসযন্ত্রের লক্ষণের পরিবর্তে পেটব্যথা সমস্যায় ভুগেছেন বলে জানিয়েছেন। টুইটারে তিনি বলেছেন, ‘আমার শ্বাসকষ্টের কোনো লক্ষণ না পেয়ে সত্যিই ভাগ্যবান বোধ করেছি, কিন্তু আমার গ্যাস্ট্রিক হয়। আর অন্যান্য হালকা থেকে মাঝারি উপসর্গ সহ এটি ছিল ভয়ঙ্কর।’

ড. রিডেল জানিয়েছেন, প্রথম ১০ দিন তার লক্ষণগুলো হালকা ছিল, কিন্তু পরবতীতে দ্রুত বেড়ে যায়। করোনাভাইরাসের পার্শ্বপ্রতিক্রিয়ায় তিনি গত ২৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি অসুস্থবোধ করেছিলেন বলে উল্লেখ করেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানিয়েছেন, ‘এটা ছিল যেন আমার পুরো শরীর বিষাক্ত করা হয়েছিল। সম্পূর্ণ শরীর কাঁপুনি এবং ব্যথা, মারাত্মক ডিহাইড্রেশন, অত্যধিক বমি বমি ভাব, ভয়াবহ ডায়রিয়া, চরম ক্লান্তি। আপনি ভীষণ খারাপ লাগা অনুভব করবেন এবং এটি ভয়াবহ। পরের ১৪ দিনের বেশিরভাগ কিছুই মনে নেই।’

এমনকি লক্ষণগুলো শুরু হওয়ার ২৩ দিন পরেও ডা. রিডেল পেটের সমস্যাতে জর্জরিত ছিলেন।

এর আগে চীনের উহানের কোভিড-১৯ মেডিক্যাল ট্রিটমেন্ট বিশেষজ্ঞ গ্রুপের গবেষকরা জানিয়েছিলেন, হজমজনিত নানা সমস্যা ‘কোভিড-১৯’ সংক্রমণের শিকার হওয়া ব্যক্তির ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ হতে পারে। গবেষকেরা দেখেছেন যে, করোনাভাইরাসের অর্ধেক রোগী অসুস্থতা শুরুর সময়ে জ্বর বা শুষ্ক কাশির পরিবর্তে হজম সমস্যার নানা উপসর্গের মুখোমুখি হয়েছিলেন। ঢাকা/ফিরোজ