বিজ্ঞান-প্রযুক্তি

বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষ সাতে রিয়েলমি

স্মার্টফোন রপ্তানির মার্কেট শেয়ার নিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে  কাউন্টারপয়েন্ট রিসার্চের। এ প্রতিবেদন থেকে জানা গেছে, বৈশ্বিক বাজারে স্মার্টফোন বিক্রির তালিকায় শীর্ষ সাতে অবস্থান করে নিজেদের পূর্ববর্তী বৈশ্বিক পারফরম্যান্স ধরে রেখেছে রিয়েলমি। গত বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রির দিক দিয়ে প্রথমবারের মতো শীর্ষ সাতে পৌঁছায় ব্র্যান্ডটি। 

গবেষণা প্রতিবেদনে কাউন্টারপয়েন্ট জানায়, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধি ১৩ শতাংশ কমেছে। তা সত্ত্বেও, শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে একমাত্র রিয়েলমিই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। ২০১৯ সালের প্রথম প্রান্তিকের তুলনামূলক পারফরম্যান্স বিশ্লেষণে দেখা যায়, বার্ষিক বৈশ্বিক স্মার্টফোন বিক্রির প্রবৃদ্ধিতে রিয়েলমি অভূতপূর্ব নৈপুণ্য প্রদর্শন করে ১৫৭ শতাংশে পৌঁছেছে, যা স্মার্টফোন বাজারের বিশ্ব র্যাং কিংয়ে রিয়েলমি’কে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত করেছে। ২০২০ সালের প্রথম প্রান্তিকে রিয়েলমি এর বৈশ্বিক মার্কেট শেয়ার ২ শতাংশ এবং বার্ষিক প্রবৃদ্ধি ১০০ শতাংশে পৌঁছেছে, যা প্রতিষ্ঠানটিকে বিশ্বের স্মার্টফোন বাজারে শীর্ষ ৭- এ অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে।

২০১৮ সালের মে মাসে যাত্রা শুরুর পর, গত বছর মাত্র ১৮ মাসের ব্যবধানে রিয়েলমি শীর্ষ ৪৭ থেকে শীর্ষ ৭- এ আসার অসাধারণ নৈপুণ্য অর্জন করে। কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে বৈশ্বিকভাবে আড়াই কোটির বেশি স্মার্টফোন রপ্তানি করে রিয়েলমি, যা প্রতিষ্ঠানটিকে বিশ্বের মূলধারার ও দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত করেছে। ২০২০ সালে কোডিভ-১৯ মহামারির সময়ে বৈশ্বিকভাবে স্মার্টফোন বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এর মধ্যেও, রিয়েলমি তাদের পারফরম্যান্স ধরে রেখেছে।   

২০২০ সালে তরুণদের জন্য ব্র্যান্ডটি এর আসন্ন এআইওটি পণ্যের সাহায্যে ‘পপুলারাইজ অব টেক ট্রেন্ডসেটার লাইফ’ নিয়ে এর কৌশলগত অবস্থান অনুসরণ করবে এবং ‘স্মার্ট ট্রেন্ডসেটার লাইফ’ সৃষ্টিতে চেষ্টা করবে বলে জানিয়েছে। এর পাশাপাশি, এর উদ্ভাবনী স্মার্টফোনগুলো ব্যবহারকারীর ‘ব্যক্তিগত, ঘরোয়া ও ভ্রমণবিষয়ক অভিজ্ঞতার’ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছে।

 

ঢাকা/ফিরোজ