বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় শিশুদের ভিন্ন দুই উপসর্গ

শুষ্ক কাশি থেকে শুরু করে তীব্র জ্বর- করোনাভাইরাস এ ধরনের কিছু অপ্রীতিকর উপসর্গের সঙ্গে সম্পর্কিত বলে জানা যায়।

কিন্তু নতুন একটি গবেষণায় জানা গেছে, করোনা আক্রান্ত অনেক শিশুর এ ধরনের উপসর্গগুলো থাকে না। এসব উপসর্গের পরিবর্তে শুরুতে তাদের শারীরিক দুর্বলতা এবং ডায়রিয়া দেখা দেয়।

উহানের টঙ্গজি হাসপাতালের গবেষণায় দেখা গেছে, করোনা আক্রান্ত শিশুদের শ্বাসকষ্টের পরিবর্তে পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে। এই গবেষণার প্রধান গবেষক ডা. ওয়েনবিন লি বলেছেন, ‘কোভিড-১৯ রোগে বেশিরভাগ শিশু কেবলমাত্র হালকা মাত্রায় আক্রান্ত হয়। কয়েকটি গুরুতর ক্ষেত্রে প্রায়শই অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা থাকে।’

তাঁর মতে, ‘প্রাথমিক পর্যায়ে যখন কোনো শিশুর জ্বর বা শ্বাস-প্রশ্বাসে সমস্যার লক্ষণ থাকে তখন তাকে সহজেই চিহ্নিত করে চিকিৎসা দেওয়া সম্ভব হয়। কিন্তু অনেক শিশুকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করাটা মিস হতে পারে, কারণ তাদের শ্বাস-প্রশ্বাসের উপসর্গ থাকে না বা অন্য কোনো অসুখে আক্রান্ত হয়।’

গবেষকদের মতে, শিশুদের ক্ষেত্রে হজমজনিত সমস্যা এবং শারীরিক দুর্বলতা- এই দুই লক্ষণ দেখা গেলে করোনায় সংক্রমিত হতে পারে বলে সন্দেহ করা উচিত।

 

ঢাকা/ফিরোজ