বিজ্ঞান-প্রযুক্তি

বেশিরভাগ করোনা রোগী উপসর্গহীন কারো মাধ্যমে আক্রান্ত: গবেষণা

করোনাভাইরাসে আক্রান্ত অর্ধেকেরও বেশি রোগী এমন কারো কাছ থেকে সংক্রমিত হয়েছেন, যাদের কোনো দৃশ্যমান উপসর্গ ছিল না। একটি নতুন গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।

ভাইরাসটি বিশ্বজুড়ে কীভাবে ছড়িয়ে পড়েছে তা বুঝতে ১৭টি গবেষণা পর্যালোচনা করেন আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিন-এর গবেষকরা। তাদের অনুসন্ধানে দেখা যায়, করোনা রোগীদের মধ্যে ৩৩ শতাংশ থেকে ৮৮ শতাংশ এমন ব্যাক্তিদের কাছ থেকে আক্রান্ত হয়েছিল, যারা জানেন না যে তারা সংক্রমিত। গবেষণার ফলাফলে এটাও দেখা গেছে যে, কোনো ব্যক্তির লক্ষণ দেখাতে শুরু করার আগে গড়ে ছয় দিন সময় লাগে। তবে এই সময়ের মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি হয় বলে গবেষকরা জানিয়েছেন।

মেডআরসিভ জার্নালে প্রকাশিত এ গবেষণায় গবেষকরা লিখেছেন: ‘আমাদের পর্যবেক্ষণ অনুসারে বলা যায় যে, উপসর্গ প্রকাশ পাওয়ার আগে সার্স-কোভি-২ সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে।’

এই গবেষণায় লকডাউন ব্যবস্থা তুলে নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কেননা চারপাশে কে এই রোগের বাহক তা অজানা।

 

ঢাকা/ফিরোজ