বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউন শেষে হ্যান্ডশেকের তুলনায় আলিঙ্গন নিরাপদ!

অনেক দেশে লকডাউন শিথিল হওয়ায় মানুষ বন্ধুবান্ধব, স্বজনদের সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এ অবস্থায় হ্যান্ডশেকের চেয়ে আলিঙ্গন তুলনামূলক কিছুটা নিরাপদ। 

বেলজিয়ামের কেইউ লিউভেন বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ ডা. মার্ক ভ্যান রানস্ট এমন দাবি করেছেন। 

ডা. রানস্ট বলেন, ‘বেলজিয়াম লকডাউন ব্যবস্থা শিথিল করেছে। সর্বোচ্চ ১০ জনের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। আমি এ ঘটনায় উদ্বিগ্ন। কারণ এতে হ্যান্ডশেকের ঘটনা বেড়ে যাবে। এতে ভাইরাস স্থানান্তরিত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। পরিচিতজনের সঙ্গে দেখা হওয়ার পর হ্যান্ডশেক না করাটা কঠিন!’

এ সময় আবেগ সামলাতে কী করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন ডা. রানস্ট। তিনি বলেন, ‘আমি হ্যান্ডশেক করাকে আলিঙ্গনের সঙ্গে প্রতিস্থাপন করার পরামর্শ দিচ্ছি না। তবে আপনি খুব ঘনিষ্ঠ মানুষের সঙ্গে আলিঙ্গন করতে পারেন। এটা কিছুটা নিরাপদ।’ 

তবে ডা. রানস্টের দাবির সঙ্গে সবাই একমত নন। অনেক বিশেষজ্ঞ সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট জেন গ্রেটোরেক্স বলেন, ‘মানুষ যদি কঠোরভাবে হাতের স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে হ্যান্ডশেকের মাধ্যমে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম। সংক্রমণ প্রতিরোধের জন্য হাত ধোয়া অন্যতম সেরা পদ্ধতি। অন্যদিকে এমন একজনের সাথে লম্বা আলিঙ্গন করা যিনি সম্ভবত সংবেদনশীল হতে পারেন, তাহলে এটি আরো বেশি ঝুঁকিপূর্ণ।’ 

আলিঙ্গনের ফলে শ্বাস-প্রশ্বাস এবং পোশাক থেকে সংক্রমণের আশঙ্কা রয়েছে। তবে আপেক্ষিক ঝুঁকিগুলো যেহেতু নির্ধারণ করা কঠিন তাই হ্যান্ডশেক বা আলিঙ্গন কোনোটিরই পরামর্শ দেওয়া ঠিক হবে না বলে জানিয়েছেন গ্রেটোরেক্স।

   

ঢাকা/ফিরোজ/তারা