বিজ্ঞান-প্রযুক্তি

ভোল্টি সেবা চালু করল গ্রামীণফোন

দেশজুড়ে ভোল্টি (ভয়েস ওভার এলটিই) সেবা চালু করেছে গ্রামীণফোন। ৪জি বা এলটিই নেটওয়ার্কে কথা বলার উন্নত প্রযুক্তি হলো ভোল্টি। এ প্রযুক্তি দ্রুত কল সংযোগ এবং এইচডি মানসম্পন্ন ভয়েস কলের সুবিধা দেয়। ভয়েস কল ৪জি নেটওয়ার্কের আওতায় থাকে এবং নিরবচ্ছিন্নভাবে উচ্চগতির ৪জি ইন্টারনেট সুবিধাও উপভোগ করা যায়।

ভোল্টি উন্মোচন নিয়ে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘গ্রাহকদের জন্য বিস্তৃত ৪জি/এলটিই কাভারেজ নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। দেশজুড়ে ভোল্টি সেবার উন্মোচন ৪জি/এলটিই নেটওয়ার্কে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের ক্ষেত্রে সম্ভাবনা উন্মোচনে আমাদের সুযোগ করে দিয়েছে। প্রযুক্তির এ অগ্রযাত্রার মাধ্যমে মানসম্পন্ন সেবা দিয়ে বাংলাদেশকে সংযুক্ত করার ক্ষেত্রে আমাদের দায়িত্ব আরো অর্থবহ হয়ে উঠবে।’

গ্রামীণফোনের ওয়েবসাইটে ভোল্টি সমর্থনযোগ্য হ্যান্ডসেটের তালিকা দেয়া আছে এবং নতুন হ্যান্ডসেট এ নেটওয়ার্কে আপডেট হলে সে অনুযায়ী ওয়েবসাইটের তথ্যও হালনাগাদ করা হবে। ৪জি সিম, ৪জি কাভারেজ এবং প্রয়োজনীয় সেটিংস সহ ভোল্টি হ্যান্ডসেট (গ্রামীণফোনের ওয়েবসাইটে তালিকাভুক্ত) থাকলে স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত কলরেটে ভোল্টি সেবা উপভোগ করা যাবে। আরো জানতে ভিজিট: www.grameenphone.com/volte ঢাকা/ফিরোজ