বিজ্ঞান-প্রযুক্তি

ঘরে বসে ওষুধ কেনার সুবিধা দিচ্ছে ইমেডিক

এখন সব কিছু অনলাইনে কেনা সম্ভব, এমনকি ওষুধ পর্যন্ত। ঘরে বসে ওষুধ কেনার সুবিধা দিচ্ছে ইমেডিক বাংলাদেশ। 

ইমেডিক বাংলাদেশে (www.emedicbd.com) ওষুধ অর্ডার করলে ঘরে বসেই মিলবে প্রয়োজনীয় সকল ওষুধ। এছাড়া এই অনলাইন ফার্মেসিতে পাওয়া যাবে পরিবারের সব ধরনের হেলথ কেয়ার সামগ্রীও। ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপসের মাধ্যমেও অর্ডার করা যাবে। অ্যাপস ডাউনলোড করা যাবে https://bit.ly/310z495 লিংক থেকে। রয়েছে হটলাইন নম্বরও (09638911111), ফোন করে ওষুধ অর্ডার করা যাবে।

বিল পরিশোধের ক্ষেত্রে রয়েছে কার্ড, বিকাশ, নগদ এবং ক্যাশ-অন-ডেলিভারির সুবিধা।

ইমেডিক বাংলাদেশ-এর উদ্যোক্তারা বলেন, ‘আমরা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে ওষুধ সংগ্রহ করি। গ্রাহক বাসায় বসে নিশ্চিন্ত মনে অর্ডার তখনই করবে যখন সে নির্ভেজাল সামগ্রী, সঠিক মূল্য এবং সময়মতো তার পণ্যটি হাতে পাবে। আমাদের মূল ফোকাস সেখানেই। পণ্যের মান বজায় রেখে ক্রেতা সন্তুষ্টিকেই প্রাধান্য দিয়ে আসছে ইমেডিক।’ 

বর্তমানে শুধু ঢাকা শহরে কার্যক্রম পরিচালনা করছে ইমেডিক। পরবর্তীতে এটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।

   

ঢাকা/ফিরোজ