বিজ্ঞান-প্রযুক্তি

করোনা চিকিৎসায় কার্যকর হতে পারে আর্থ্রাইটিসের ওষুধ: গবেষণা

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ কোটি ৬০ লাখের বেশি। বিজ্ঞানীরা এই রোগের চিকিৎসা আবিষ্কারের জন্য দিনরাত কাজ করে চলেছেন। 

আর এবার নতুন একটি গবেষণায় বলা হয়েছে, করোনার কার্যকরী চিকিৎসা নিয়ে সকলের অপেক্ষার অবসান ঘটাতে পারে আর্থ্রাইটিসের (বাঁত) ওষুধ।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা বলেছেন, ‘টোসিলিজুমাব’ নামের একটি ওষুধ কোভিড-১৯ রোগের চিকিৎসায় কার্যকর হতে পারে। ভাইরাসটির সংক্রমণে শরীরে রোগ-প্রতিরোধ ব্যবস্থায় যে অতিরিক্ত প্রতিক্রিয়ার ‘ঝড়’ সৃষ্টি হয়, তা থামাতে পারবে এই ওষুধ।

ওষুধটি বিশ্বজুড়ে ৪৫০ জন করোনাভাইরাস রোগীর ওপর পরীক্ষা করা হচ্ছে।

ওষুধটির উৎপাদানকারী কোম্পানি রোচে’র চিফ মেডিকেল অফিসার ডা. লেভি গ্যারেওয়ে বলেন, ‘কোভিড-১৯ রোগ সম্পর্কে এখন আরও অনেক বেশি তথ্য পাওয়া যাচ্ছে, তাই এই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য একসঙ্গে কাজ করা আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘আমাদের বর্তমান পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে বিশ্বাস করি যে, ইমিউন মডুলেটারের সঙ্গে একটি অ্যান্টিভাইরাল ওষুধের সংমিশ্রণ কোভিড-১৯ রোগের গুরুতর রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কার্যকর পদ্ধতি হতে পারে।’

টোসিলিজুমাব মূলত রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য পরিচিত। এই ওষুধ ইমিউন সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়া এবং শরীরে আক্রমণ ব্যবস্থা প্রতিরোধ করে।

কোভিড-১৯ রোগীদের ওপর ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালের সঙ্গে যুক্ত ডা. ট্যারিন ইয়ংস্টেইন ডেইলি মেইলকে বলেন, ‘এটি খুব স্পষ্ট যে, কোভিড-১৯ রোগের মারাত্মক রূপ রোগীর মৃত্যুঝুঁকির সঙ্গে সম্পর্কিত…আর এর কারণ ভাইরাসটি নিজে নয় বরং ভাইরাসটির প্রতি শরীরের অতিরিক্ত প্রতিক্রিয়া।’ 

তিনি বলেন, ‘এই প্রতিক্রিয়াটি কীভাবে দমন করা যায় তা নিয়ে আমাদের আরো চিন্তা করা দরকার। টোসিলিজুমাব খুবই পরিচিত একটি ওষুধ। আমরা জানি এটি খুব সুরক্ষিত এবং সহনশীল। প্রশ্ন হলো, এটি কোভিড-১৯ রোগের বিরুদ্ধে কাজ করে কিনা। এর উত্তর এ সপ্তাহেই ট্রায়ালের ফল থেকে জানা যাবে।’