বিজ্ঞান-প্রযুক্তি

রাতের মধ্যেই স্বাভাবিক হবে ইন্টারনেট: আইএসপিএবি

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল লাইন আকস্মিক ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। রোববার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে ইন্টারনেটের ধীরগতির সমস্যা দেখা দেয়। 

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সূত্রে জানা যায়, এ ঘটনায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কর্তৃপক্ষ ৭ ঘণ্টার মধ্যে (সন্ধ্যা ৬টা) মেরামত কাজ সম্পন্ন হবে বলে জানায়। তবে খারাপ আবহাওয়া বিরাজ করায় নির্ধারিত সময়ের মধ্যে পাওয়ার ক্যাবল মেরামত কাজ শেষ করা যায়নি।

এ প্রসঙ্গে রাত পৌনে ৯টায় আইএসপিএবি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক রাইজিংবিডিকে বলেন, ‘বিএসসিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে মেরামত করার কথা থাকলেও, প্রতিকূল আবহাওয়ার কারণে তা বিঘ্নিত হচ্ছে। তবে আজ রাতের মধ্যে মেরামত সম্পন্ন করা সম্ভব হবে বলে নিশ্চিত করেছে বিএসসিসিএল।’

রাইজিংবিডিকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাব্বির বলেন, রাত ১০টার মধ্যে মেরামত সম্পন্ন করার কথা আমাদের জানিয়েছে বিএসসিসিএল।

পড়ুন: কাটা পড়েছে সাবমেরিন ক‌্যাবল, কমেছে ইন্টারনেটের গতি