বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আসলো আইফোন ১২

বাংলাদেশের বাজারে অ্যাপল ইনকর্পোরেশনের আইফোন ১২ এবং ১২ প্রো নিয়ে আসলো এক্সিকিউটিভ মেশিনস। প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে আমেরিকান প্রতিষ্ঠানটির অনুমোদিত স্থানীয় পরিবেশক হিসেবে কাজ করছে।  

সোমবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে আইফোন ১২ এবং ১২ প্রো বাংলাদেশে চালুর বিষটি নিশ্চিত করেন এক্সিকিউটিভ মেশিনসের পরিচলন বিভাগের পরিচালক আবদুল মতিন। 

গ্রাহকদের নতুন ফোনে স্বাগত জানাতে আইফোনের পুরোনো গ্রাহকদের জন্য ‘অদল বদল’ অফার ঘোষণা দিয়েছে স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠানটি। এই অফারের আওতায় পুরোনো আইফোন জমা দিয়ে আইফোন ১২ এবং ১২ প্রোর কিনতে বিশেষ ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়। 

ভিসা এবং অ্যামেক্স কার্ডের মাধ্যমে নতুন আইফোন কিনলে সুদহীন কিস্তি সুবিধা পাওয়া যাবে। ১ বছরের ওয়ারেন্টি সেবা মিলবে এই আইফোনের ক্ষেত্রে। ওএলইডি প্রযুক্তির পর্দা নিয়ে আইফোন ১২ গ্রাহকদের মাল্টিমিডিয়া ব্যবহারে অনন্য অভিজ্ঞতা এনে দেবে। আইফোন ১২ এর তুলনায় ১২ প্রোতে ক্যামেরায় বেশি সুবিধা পাওয়া যাবে।

দুটি ফোনের পর্দার মাপ ৬ দশমিক ১ ইঞ্চি এবং ২৫৩২ বাই ১১৭০ পিক্সেলের ক্যমেরা রেজুলেশন নিয়ে ৪৬০ পিপিআই মাত্রায় ছবি তুলবে পণ্য দুটি। আইফোন ১২ প্রোতে তারহীন চার্জ দেয়ার সুবিধা নিয়ে এসেছে অ্যাপল। 

আইফোন ১২ এর ৬৪ জিবি মেমোরির মূল্য ১,১৭,৯৯৯ টাকা। ১২৮ জিবি মেমোরির ক্ষেত্রে ১,২৪,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি আইফোন ১২ পাওয়া যাবে ১,৩৬,৯৯৯ টাকায়। এছাড়া ১২৮ জিবি মেমোরির আইফোন ১২ প্রো এর মূল্য ১,৪৬,৯৯৯ টাকা।