বিজ্ঞান-প্রযুক্তি

অর্থ সুখ কিনে দিতে পারে: গবেষণা

অর্থ সত্যই আপনাকে সুখ কিনে দিতে পারে, আপনি যত ধনী হোন না কেন তা অব্যাহত থাকে। একটি নতুন গবেষণায় এমনটি বলা হয়েছে।

এতদিন ভাবা হয়েছিল, সম্পদ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত মানুষের জীবনযাত্রার উন্নতি করে, এরপরে কোনো পার্থক্য তৈরি করা বন্ধ করে দেয়। আগের গবেষণায় দাবি করা হয়েছিল, সুখী হবার জন্য বার্ষিক ৭৫ হাজার ডলার উপার্জনের প্রয়োজন হয়। এর বেশি উপার্জন আরো বেশি সুখের অনুভূতি দেয় না।

তবে নতুন গবেষণায় বলা হয়েছে, বর্ধিত আয়ের সঙ্গে ভালো থাকার বিষয়টি বাড়তেই থাকে এবং এর কোনো সীমা নেই। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ডা. ম্যাথিউ কিলিংসওয়ার্থ এই গবেষণায় সম্পদ এবং সুখ-সমৃদ্ধির যোগসূত্রের দিকে দৃষ্টিপাত করেন। এই যোগসূত্র বিশ্লেষণ করতে ডা. ম্যাথিউ যুক্তরাষ্ট্রের ৩৪ হাজার চাকরিজীবীর সমৃদ্ধির অভিজ্ঞতা নিয়ে ১৮ লাখ রিয়েল টাইম ডেটা মূল্যায়ন করেন। রেজাল্টে দেখা গেছে, আয়ের সঙ্গে ভালোর থাকার অনুভূতিও বেড়েছে এবং এর কোনো নির্দিষ্ট সীমা নেই। 

গবেষণাপত্রটির বিস্তরিত পিএনএএস জার্নালে প্রকাশিত হয়েছে।