বিজ্ঞান-প্রযুক্তি

গ্যালাক্সি ডিভাইসে নক্স নিরাপত্তা বাড়াল স্যামসাং

গ্যালাক্সি ডিভাইসে অন্তত ৪ বছর নক্স সিকিউরিটি আপডেট দেওয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। মাসিক, ত্রৈমাসিক অথবা দ্বিবার্ষিক ভিত্তিতে এই সিকিউরিটি আপডেট দেওয়া হবে। 

নক্স হলো ডিফেন্স-গ্রেড সিকিউরিটি সিস্টেম, যা ফোনের বাহ্যিক সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ ডেটার নিরাপত্তাও নিশ্চিত করে। যেসব ডিভাইসে ৪ বছর নক্স সিকিউরিটি আপডেট মিলবে-

* গ্যালাক্সি ফোল্ডেবলস: ফোল্ড, ফোল্ড ফাইভজি, জি ফোল্ড২, জি ফোল্ড২ ফাইভজি, জি ফ্লিপ, জি ফ্লিপ ফাইভজি।

* গ্যালাক্সি এস সিরিজ: এস১০, এস১০ প্লাস, এস১০ই, এস১০ ফাইভজি, এস১০ লাইট, এস২০, এস২০ প্লাস, এস২০ প্লাস ফাইভজি, এস২০ আল্ট্রা, এস২০ আল্ট্রা ফাইভজি, এস২০ এফই, এস২০ এফই ফাইভজি, এস২১ ফাইভজি, এস২১ প্লাস ফাইভজি, এস২১ আল্ট্রা ফাইভজি। 

* গ্যালাক্সি নোট সিরিজ: নোট১০, নোট১০ ফাইভজি, নোট১০ প্লাস, নোট১০ প্লাস ফাইভজি, নোট১০ লাইট, নোট২০, নোট২০ ফাইভজি, নোট আল্ট্রা, নোট২০ আল্ট্রা ফাইভজি। 

* গ্যালাক্সি এ সিরিজ: এ১০, এ১০ই, এ১০এস, এ২০, এ২০এস, এ৩০, এ৩০এস, এ৪০, এ৫০, এ৫০এস, এ৬০, এ৭০ এ৭০এস, এ৮০, এ৯০ ফাইভজি, এ১১, এ২১, এ২১এস, এ৩১, এ৪১, এ৫১, এ৫১ ফাইভজি, এ৭১, এ৭১ ফাইভজি, এ০২এস, এ১২, এ৩২ ফাইভজি, এ৪২ ফাইভজি। 

* গ্যালাক্সি এম সিরিজ: এম১০এস, এম২০, এম৩০, এম৩০এস, এম৪০, এম১১, এম১২, এম২১, এম৩১, এম৩১এস, এম৫১।

* গ্যালাক্সি এক্সকাভার সিরিজ: এক্সকাভার৪এস, এক্সকাভার ফিল্ডপ্রো, এক্সকাভার প্রো। 

* গ্যালক্সি ট্যাব সিরিজ: ট্যাব অ্যাক্টিভ প্রো, ট্যাব অ্যাক্টিভ৩, ট্যাব এ ৮ (২০১৯) এবং ট্যাব এ উইথ এস পেন, ট্যাব এ ৮.৪ (২০২০), ট্যাব এ৭, ট্যাব এস৫ই, ট্যাব এস৬, ট্যাব এস৬ ফাইভজি, ট্যাব এস৬ লাইট, ট্যাব এস৭, ট্যাব এস৭ প্লাস।

এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল কমিউনিকেশন বিজনেসের ভিপি ও সিকিউরিটি টিমের প্রধান সেউংওন শিন বলেন, ‘স্যামসাং -এ আমাদের প্রধান অগ্রাধিকারের বিষয় হলো আমাদের ব্যবহারকারীদের সেরা ও সবচেয়ে নিরাপদ মোবাইল অভিজ্ঞতা প্রদান করা। সে লক্ষ্যে প্রতিনিয়ত আমরা আমাদের পণ্য ও সেবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করে যাচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘মোবাইল ফোন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং খুব স্বাভাবিকভাবেই আমরা বেশি সময় পর্যন্ত ডিভাইসগুলো ব্যবহার করতে চাই। পাশাপাশি, আমরা অত্যাধুনিক প্রযুক্তির অগ্রগতিকে ধন্যবাদ জানাতে চাই, কেননা, এসব প্রযুক্তি ব্যবহার করে স্যামসাং দীর্ঘ সময় পর্যন্ত গ্যালাক্সি ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে। এর মাধ্যমে, এসব ডিভাইসে থাকা সকল তথ্য নিরাপদ ও সুরক্ষিত থাকবে।’